‘আমার গ্রাম আমার প্রাণ’ বিষয়ে আলোচনা সভার আয়োজন করলো দাসপুর-২ পঞ্চায়েত সমিতি৷ গ্রাম উন্নয়নের রূপরেখা তৈরি করতে ওই আলোচনা সভার আয়োজন করা হয়৷ আলোচনা সভায় উপস্থিত ছিলেন সয়ং রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র৷ সমিতির এমন অভিনব ভাবনায় সন্তোষ প্রকাশ করে সবরকম সহযোগিতার আশ্বাস দেন৷ দাসপুরের ভৌগলিক অবস্থানের কথা মাথায় রেখে কী ভাবে সামগ্রিক উন্নয়নের ধারাকে তরান্বিত করা যায়, সেই বিষয়ে আগামী দিনের পরিকল্পনার খসড়া সমন্বিত একটি পুস্তিকার প্রকাশ করেন সৌমেনবাবু৷ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আশিস হুদাইত বলেন, গ্রামের সাথে শহরের অনেক পার্থক্য রয়েছে৷ তবে গ্রামই শহরের চালিকা শক্তি৷ গ্রামের সাথে প্রাণের সম্পর্ক অালাদা ভাবে চিনিয়ে দেওয়ার দরকার হয় না৷ গ্রামের মানুষকে সাথে নিয়ে কী ভাবে সম্পদ তৈরি করা যায়, তা নিয়ে সমবেত আলোচনা করতেই ওই সভার আয়োজন করা৷ পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা দোলুই জানান, এদিনের ওই সভায় সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বয়ান জানানো হয়েছিল৷ শিল্প ভাবনা, কর্মসংস্থান, কৃষি ,সেচ ব্যবস্থা নিয়ে এদিনের সভায় ইতিবাচক আলোচনা হয়েছে৷