পলাশপাই খাল সংস্কার সংক্রান্ত পাঁচ দফা দাবীতে ১৭ ডিসেম্বর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে সেচ দপ্তরের আজুড়িয়া সেক্শন অফিসে ডেপুটেশন ও স্মারক লিপি দেওয়া হয়। প্রতিনিধি দলে ছিলেন কমিটির উপদেষ্টা দুলালচন্দ্র কর সহ-সভাপতি মধুসূদন মান্না যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি ও নারায়ণচন্দ্র নায়ক। সেচ দপ্তরের পক্ষে ডেপুটেশন নেন জুনিয়র ইঞ্জিনিয়র অলোক কুমার মাইতি ও স্বপন কুমার মণ্ডল দাবিগুলির মধ্যে অন্যতম ছিল অবিলম্বে খালের উপরে থাকা সমস্ত ব্রিজগুলির পুনর্নিমান, সিডিউল অনুসারে নির্দিষ্ট সময়ে কাজশেষ করা ইত্যাদি। আধিকারিকগণ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করেন বলে জানা গিয়েছে।