নিজস্ব সংবাদদাতা: ঘাটালের ত্রাস ধরা পড়ল। ওই ত্রাসকে দেখার জন্য আজ ২৭ জুলাই ঘাটাল থানার দীর্ঘগ্রামে উৎসাহী মানুষের ভিড় ছিল লক্ষ্য করার মতো। না, এই ত্রাস কোনও মানুষ নয়। মানুষ না হলেও মনুষ্য প্রজাতিরই পূর্বসূরী। যার তাণ্ডবে ঘাটাল থানার কয়েকটি গ্রামের বাসিন্দাদের বিগত দেড় মাসের ঘুম চলে গিয়েছিল। ঘাটাল থানার দীর্ঘগ্রাম, যদুপুর, কিসমৎ, শ্যামচক এবং জয়কুণ্ডু গ্রামে ১০-১২টি হনুমানের একটি দল থেকে এই হনুমানটি প্রায় দেড় মাস ধরে তাণ্ডব চালিয়ে আসছিল। এপর্যন্ত প্রায় ৪০ জনকে আক্রমণ করে জখম করেছিল। দীর্ঘগ্রামের বাসিন্দারা জানান, হনুমানটির আক্রমণের ফলে কারোর হাত ভেঙেছে, বহুমানুষের শরীর থেকে মাংস খুবলে নিয়েছে। ফলে এলাকার মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন। রাস্তায় চলাফেরা দায় হয়ে গিয়েছিল। এর আগে বন দপ্তরকে বলেও কোনও কাজ হয়নি। বন দপ্তরের ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্ট্রির রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন, এদিন আমরা বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় হনুমানটিকে ঘুমপাড়ানো গুলি করে ধরতে সক্ষম হয়েছি। এদিনই হনুমানটিকে চিকিৎসার জন্য খড়্গপুরের হিজলিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আজ ২৭ জুলাই সকালে বনদপ্তর হনুমানটিকে ধরার ব্যবস্থা করায় এলাকায় স্বস্তির ছায়া নেমে আসে।