সুদীপ্ত শেঠ: শিক্ষত যুবক যুবতীদের ডব্ল্যু বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্বপ্নকে সফল করতে এবার
মহকুমার আধিকারিকেরা একজোট হলেন। অক্টোবর মাসের মাঝামাঝি ওই পরীক্ষাকে সামনে রেখে যুবক-যুবতীদের ধরাবাহিক ভাবে প্রস্তুত করতে প্রশিক্ষণ শিবিরের কথা ঘোষণা করেছিলেন খোদ মহকুমা শাসক অসীম পাল। ৫ নভেম্বর ডব্ল্যু বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতেই, আজ ৬ নভেম্বর মহকুমা শাসকের দপ্তরে ওই প্রশিক্ষণ শিবিরের আনুষ্ঠানিক সূচনা করা হল। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা শাসক অসীম পাল, মহকুমা শাসক কার্যালয়ের দুই ডেপুটি ম্যাজিস্ট্রেট সুলক প্রামাণিক ও অর্জুন পাল, দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর,ঘাটালের বিডিও অরিন্দম দাসগুপ্ত,চন্দ্রকোণা-১ বিডিও অভিষেক মিশ্র , এসডিপিও কল্যাণ সরকার প্রমুখ। প্রথম ক্লাসেই মহকুমা শাসক সুন্দর ভাবে ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রস্তুত হওয়ার সোপান ও সাফল্য লাভের কৌশল সম্পর্কে আলোকপাত করেন। উপস্থিত অনান্য আধিকারিকরাও পরীক্ষার খুঁটিনাটি তথ্য সম্পর্কে ছাত্রছাত্রীদের জানান দেন। মহকুমার শাসকের ক্লাস নেওয়ার ধরণ দেখে অবিভূত ছাত্রছাত্রীরা। ওই শিবিরে উপস্থিত ছাত্র কৌশিক দাস বলেন, মহকুমা শাসকের কথায় পরীক্ষায় লড়াই করার মনোভাব আরো দূঢ় হল। পরীক্ষা খুব কাছেই তাই স্যারের কথা মতো প্রস্তুতি চালিয়ে যাবো। প্রশিক্ষণ শিবিরের দ্বায়িত্বে থাকা ডেপুটি ম্যজিস্ট্রেট অর্জুন পাল জানিয়েছেন, শিবিরে অংশ নিতে আবেদন করেছিলেন প্রায় ৫০০ জন যুবক-যুবতী। তাঁদের মধ্য থেকে সাক্ষাৎকারের মাধ্যমে ৭০ জনকে বেছে নেওয়া হয়েছে। সপ্তাহে নিয়মিত প্রশিক্ষণ এবং মহড়া পরীক্ষার আয়োজন করে যুবক যুবতীদের ধারাবাহিক ভাবে প্রস্তুত করা হবে।