কাজলকান্তি কর্মকার (সাংবাদিক•ঘাটাল#9933066200): নির্বাচন দপ্তরের নতুন নির্দেশ অনুযায়ী আপনার ও পরিবারের ভোটারদের নাম https://nvsp.in এই ওয়েবসাইটে গিয়ে ভেরিফিকেশন তথা সত্যতা যাচাই করিয়ে নিতে হবে। সেপ্টেম্বর মাস থেকে এটা শুরু হয়েছে। এই যাচাই করিয়ে নেওয়াটা কিন্তু বাধ্যতামূলক। নিজের নাম রেজিস্ট্রেশন করিয়ে আপনি যদি আপনার এবং আপনার বাড়ির ভোটারদের নাম যাচাই করিয়ে নেওয়ার ব্যবস্থা না করেন তাহলে আগামী দিনে সমস্যায় পড়তে হতে পারে। এই কাজ আপনাকে নিজেকেই করতে হবে। যা করতে হবে— ❶প্রথমে আপনার এবং আপনার পরিবারের সবার ভোটার কার্ডের নম্বরটা সঠিক ভাবে তুলে রাখতে হবে। • আপনার এবং আপনার বাড়ির যার যার ভোটার লিস্টে নাম আছে তাঁদের আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্কের পাসবই(ভোটার কার্ড নয় কিন্তু)— এই ধরনের মধ্যে যে কোনও একটি নথি স্ক্যান করে(দু এমবি’র মধ্যে, জেপিইজি ফরম্যাটে) রেডি রাখতে হবে। •সেই সঙ্গে লাগবে একটি মোবাইল নম্বর ও ইমেল আইডি। ❷এবার ওই ওয়েবসাইটে (https://nvsp.in) প্রবেশ করতে হবে। ওখানে গিয়ে ‘Electors Verification Program’ এই অপশনে ক্লিক করতে হবে। নতুন একটি পাতা খুলবে। সেখনে গিয়ে ‘Don’s have account, Register as a New User’এ ক্লিক করতে হবে। ওখানে নিজের মোবাইল নম্বর ক্যাপচা কোড, ওটিপি, ভোটার কার্ড নম্বর এবং ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের সময় একটি পাসওয়ার্ড লাগবে। যে পাস ওয়ার্ডের মধ্যে যেন অন্তত পক্ষে একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি সংখ্যা এবং একটি স্পেশাল ক্যারেকটার (স্পেশাল ক্যারেকটার @#$%)থাকে। রেজিস্ট্রেশন হয়ে গেলে ‘Your Polling Station Details’গিয়ে নিজেদের বুথ সম্বন্ধে কয়েকটি তথ্যে ‘হ্যাঁ’ বা ‘না’ লিখতে হবে। ওটা হয়ে গেলে ‘ Family Listing’ অপশনে গিয়ে কয়েকটি ঘর পূরণ করতে হবে। খুব সহজ। তারপর ‘Family Verification’ গিয়ে আপনার নথি আপলোড করতে হবে। তারপরই আপনার কাজ শেষ। আপনার পূরণ করা নথিটির সমস্ত তথ্য কিছুদিনের মধ্যে আপনার এলাকার বিএলও’র(বুথ লেবেল অফিসার)কাছে যাবে। তিনি আপনার নথি চেক করে তাঁর মোবাইল অ্যাপ থেকে রিপোর্ট পাঠাবেন। আপনার নাম কমিশনের কাছে নথিভুক্ত হয়ে যাবে। ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আগামী দিনে আপনি আপনার পরিবারের নতুন ভোটার দের নামও তুলতে পারবেন। এটা করা জরুরি। তাই যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে নিন।