রাস রাস্তার পাশে নয়, দাসপুরের সব্জি বাজার এবার থেকে লাওদাতে নিয়মিত বসবে

তৃপ্তি পাল কর্মকার:দাসপুরে আবার সব্জি বাজার বসতে শুরু করল। সম্প্রতি দাসপুর গঞ্জের পাশাপাশি এলাকায় বেশ কয়েক জনের করোনা সংক্রমণ বিষয়টি জানাজানি হয়। তারপরই ৯ জুন বাজার কমিটি কর্মকতারা দাসপুর গঞ্জের সব্জি বাজারটি সাত দিনের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও সাত দিন যেতে না যেতেই আজ ১৩জুন থেকে দাসপুরে ফের সব্জি বাজার বসতে শুরু হয়ে গেল। তবে পুরানো জায়গাতে তথা ঘাটাল-পাঁশকুড়া সড়কের দুধারে আর বাজারটি বসানো হচ্ছে না। দাসপুর গঞ্জের এতো দিন যেখানে বাজার বসত সেখান থেকে প্রায় আধ কিলোমিটার দূরে লাওদাতে বাজারটি বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক বলেন, বেশ কয়েক বছর আগে রাস্তার দুদিকের ওই বাজারটি সরানোর জন্য লাওদায় একটি বড় শেড সহ অন্যান্য পরিকাঠামে গড়ে তোলা হয়েছিল। কিন্তু নানা কারণে সেই বাজারটিকে আর স্থানান্তরিত করে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সেখানেই আজ থেকে বাজারটি বাসানো হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য কার্তিক রায় বলেন, এবার থেকে এখানেই নিয়মিত বাজারটি বসবে।
অনেকেরই ধারণা বাজারটিকে আর পুরানোর জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে না। কারণ, ব্যস্ততম রাস্তার পাশে ওই বাজারটি থাকার ফলে প্রতিনিয়তই দুর্ঘটনা ঘটত। সমস্যা হত গাড়ি যাতায়াতের। লাওদাতে বাজারটি বসলে সেই সমস্যা আর হবে না। তাই অনেকে মনে করছেন, যে বাজারটিকে এতো দিন কোনও মতেই স্থানান্তরিত করা যায়নি। করোনা আতঙ্কের পরিস্থিতে সেটা আজ বাস্তবায়িত হল। আজ সামাজিক দূরত্ব বজায় রেখেই ওই বাজার বসেছে বলে জানা গিয়েছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!