ঘাটাল মহকুমার আদিবাসী যুবক-যুবতীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ

নিজস্ব সংবাদদাতা: ২২ সেপ্টেম্বর থেকে ঘাটাল মহকুমা শাসকের অফিসে  আদিবাসী যুবক-যুবতীদের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। আমিন প্রশিক্ষণ, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের রেকর্ড সংশোধন এবং জমি রেজিস্ট্রির দলিল লিখন পদ্ধতির প্রশিক্ষণগুলি দেওয়া হবে। ঘাটাল মহকুমার স্থায়ী বাসিন্দা এবং কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ আদিবাসী যুবক-যুবতীরা আবেদন করলে ওই প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেতে পারবেন।  মহকুমা শাসক অসীম পাল বলেন, আদিবাসী যুবক-যুবতীদের স্বনির্ভর করার লক্ষ্যেই আমরা ওই উদ্যোগ নিয়েছি। প্রত্যেক রবিবার  মহকুমা শাসকের কার্যালয়ের মধ্যে সভা কক্ষে  ক্লাস নেওয়া হবে। ছ’মাসের ওই কোর্সের শেষে একটি করে পরীক্ষা নেওয়া হবে। সফলদের শংসাপত্রও দেওয়া হবে। বিস্তারিত জানতে ফোন করতে পারেন এই নম্বরে: 03225255145

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!