কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল: আবারও ঘাটালে বিজেপির ভাঙন। মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আনন্দপুর ও বলরামপুর বুথে বিজেপি ছেড়ে তূণমূলে যোগদান করলেন ৮০টি পরিবার। ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলইয়ের হাত ধরেই এই দলবদল বলে সূত্রের খবর। আজ ৯ জুলাই আনুষ্ঠানিক ভাবে এই যোগদানের মঞ্চে উপস্থিত ছিলেন ঘাটাল ব্লক তৃণমূলের সভাপতি দিলীপ
মাজি, ঘাটাল ব্লক তৃণমূলের সহ-সভাপতি মন্টুলাল বাইরি, মনসুকা-১ অঞ্চল তৃণমূলের সভাপতি কিংকর পণ্ডিত, ঘাটাল ব্লক কিষাণ ও ক্ষেতমজুর সেলের সভাপতি সজয় চৌধুরি সহ তৃনমূলের অন্যান্য নেতৃত্বরা। সজয়বাবু বলেন, দুটি বুথ থেকে বিজেপি নেতৃত্ব সহ প্রায় দুশো জন কর্মী আজকে তৃণমূলে যোগদান করেন। এনিয়ে বিজেপির ঘাটাল লোকসভা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রামকুমার
দে বলেন, এসব শঙ্কর দোলইয়ের নাটক। ওই যোগদান মঞ্চের বেশির ভাগ লোকই তৃনমূলের। তার মধ্যে দু-একটি পরিবারকে ভয় দেখিয়ে জোর করে দল বদল করাচ্ছে। ওই এলাকায় বিজেপি প্রচুর ভোটে জিতে আছে। আসলে শঙ্কর দোলইকে এখন আর কেউ তেমন পাত্তা দিচ্ছে না, তাই নিজের দলেরই নেতাদের নজর টানতে এইসব নাটক করে বেড়াচ্ছে। হেরে গিয়েও এখনও ভয় দেখিয়ে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তৃণমূলের এই প্রার্থী।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











