অর্দ্ধেন্দু মাজি: শনিবার রাতে ঘাটাল থানার শ্যামসুন্দরপুরে দু’টি প্রতিষ্ঠানে চুরি এবং বেশ কয়েকটি জায়গায় চুরির চেষ্টা চালানোর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, আজ ১৮ অক্টোবর সকালে দেখা যায় গ্রামের শিব-শীতলা মন্দিরের গেটের তালা ভাঙা এবং স্থানীয় একটি বিউটিপার্লারেও তালা ভেঙে চুরি হয়েছে। মন্দির কমিটির সম্পাদক গোবিন্দ জানা বলেন, মন্দিরে তালা ভেঙে একটি বিষ্ণু মূর্তি চুরি হয়েছে। এছাড়াও মন্দিরের মধ্য থেকে সোনা ও রুপোর গয়না চুরি গিয়েছে। বিউটি পার্লারের মালকিন সোনা বেরা বলেন, আজ সকালে আমাকে বাজার এলাকা থেকে ফোন করে খরব দেওয়া হয় আমি নাকি বিউটি পার্লালের চাবি না দিয়েই গতকাল চলে এসেছি। এই খবর পেয়ে আমার খটকা লাগে। গিয়ে দেখি, আমার পার্লারের ড্রয়ার ভাঙা এবং বেশ কিছু নগদ টাকা চুরি গিয়েছে।
ওই চুরির খবর পেয়েই স্থানীয় সিভিক ভলান্টিয়াররা গিয়ে ভিডিও ফুটেজ তুলে ঘাটাল থানায় জানানোর ব্যবস্থা করেছেন বলে জানা গিয়েছে। •ছবিগুলি পাঠিয়েছেন প্রীতম জানা।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।