তৃপ্তি পাল কর্মকার: এলাকার একটি বিক্ষোভ কর্মসূচিতে ডিউটিতে ছিলেন ঘাটাল থানার ওসি দেবাংশু ভৌমিক ও অন্যান্য পুলিশ কর্মীরা। পাশের একটি দোকান ঘরে আগুন লাগার খবর পেয়ে ওসি নিজে বালতি নিয়ে ছুটে গেলেন আগুন নেভাতে। আজ ৬ জুলাই এমনই দৃশ্য দেখা গেল ঘাটাল থানার মোনহরপুর বাজারে। আজ ঘাটাল ব্লকের মনোহরপুর-২ গ্রাম পঞ্চায়েতে স্থানীয়রা বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেখানে ওসি নিজে পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। ঠিক সেই সময়েই মনোহরপুর বাজারে একটি চশমা দোকানে আগুন লাগে। সেই খবর পাওয়া মাত্রই ওসি নিজেই বালতি নিয়ে ছুটে গেলেন আগুন নেভাতে। তাঁকে অনুসরণ করে অন্যান্য পুলিশ কর্মী এবং সাধারণ মানুষ ছুটে গিয়ে আগুন নেভানোয় হাত লাগান। পরে অবশ্য দমকল বাহিনী গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ওসি-সহ পুলিশকর্মীদের এই ভূমিকা দেখে অভিভূত এলাকার বাসিন্দারা।
এদিকে আগুন লাগার কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা যায়, বাজারে শান্তি বন্দ্যোপাধ্যায় নামে এক চপ ব্যবসায়ী বাজারের একটি চশমা দোকানের মধ্যে তাঁর চপ দোকানের সমস্ত সরঞ্জাম রেখে গিয়েছিলেন। যার মধ্যে ছিল আগুন সমেত একটি কাঠের খণ্ড এবং পাশে ছিল আরও শুকনো জ্বালানি। দমকলবাহিনী প্রাথমিক ভাবে অনুমান করছে, এই জ্বলন্ত কাঠের খণ্ড থেকেই এই বিপত্তি ঘটেছে।
Home এই মুহূর্তে ব্রেকিং বাজারে আগুন, স্থানীয়দের সঙ্গে ঘাটালের ওসি বালতি নিয়ে আগুন নেভানোর কাজে নামলেন