অসীম বেরা: আদালতের নির্দেশে আড়াই বছর পর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কবর থেকে তোলা হলো কেশপুরের শেখ লোকমানের কঙ্কাল। ম্যাজিস্ট্রেট পর্যায়ের এক অফিসার ও মেদিনীপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞদের উপস্থিতিতে তোলা হলো শেখ লোকমান এর কঙ্কাল।
২০১৭ সালের ৫ই সেপ্টেম্বর কেশপুরের মাজুরিয়া গ্রামে অস্বাভাবিক মৃত্যু হয় শেখ লোকমান আলি নামে এক ব্যক্তির। মৃত স্ত্রী বিষ খেয়ে আত্মহত্যার দাবি করলেও মৃতের মায়ের অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে খুন করা হয়েছে তার ছেলেকে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











