নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল: চাকরি দেওয়ার নাম করে বহু যুবক-যুবতীর কাছ থেকে টাকা তোলার অভিযোগে দাসপুর থানার রানিচক দেশপ্রাণ হাইস্কুলের এক শিক্ষক-সহ ৩ জনকে গ্রেপ্তার করল পুলিশ। ওই শিক্ষকের চক্রের বিরুদ্ধে এক কোটির বেশি টাকা প্রতারণার অভিযোগ রয়েছে। •বিস্তারিত জানতে আমাদের ফেসবুক পেজে https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/ চোখ রাখুন।