শ্রীকান্ত ভুঁইয়া👆 ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটালের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বন্যা প্লাবিত বিভিন্ন গ্রামে গেলেন ঘাটালের বিধায়ক শীতল কপাট। আজ ২১ জুন সোমবার নৌকায় করে সোয়াই দেওয়ানচক, লক্ষণপুর বন্যা প্লাবিত মানুষদের সাথে দেখা করেন, সাথে দেন কিছু শুকনো খাবার ও জলের বোতল। শেষে তিনি বালিদাঙার জলঘেরী বাঁধের ভাঙ্গা অবস্থা দেখতে যান। তিনি বলেন, আমরা দেখেছি দোতলা-একতলা বাড়িতে জল ঢুকে গেছে। যাঁদের মাটির বাড়ি তাঁদের থাকার মতো জায়গাটুকুও নেই। এইসব জায়গাগুলি পরিদর্শন করেছি এবং বেশ কিছু মানুষকে শুকনো খাবার দিয়ে সাহায্য করা হয়েছে। কিছুদিন হল সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু জায়গায় বাঁধ ভেঙে জলমগ্ন অবস্থায় রয়েছে। স্থানীয় পঞ্চায়েত ও উপ-প্রধানকে বলে তা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করা হবে।