আকাশ দোলই, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: ঘাটাল মহকুমা হাসপাতালে কোভিড ওয়ার্ডের মধ্যেই গত রাতে এক রোগীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে সারা মহকুমা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই করোনা সংক্রমিত রোগীর নাম শিবরাম ঘোষ(৪৮)। চন্দ্রকোণা থানার পালংপুরে বাড়ি। ৮ জুন রাত তিনটা নাগাদ হাসপাতালের কোভিড ওয়ার্ডের গেটের সামনে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালের কর্তব্যরত কর্মীদের নজর এড়িয়ে কীভাবে গেটের সামনে ঝুলন্ত অবস্থায় এক রোগীর মৃতদেহ দেখতে পাওয়া যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে। পশ্চিম মেদিনীপুর জেলার উপ মুখ্যস্বাস্থ্য আধিকারিক ডাক্তার সৌম্যশঙ্কর সারেঙ্গি বলেন, প্রাথমিক ভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে কী ভাবে হাসপাতালের মধ্যেই ঘটনাটি ঘটল তা নিয়ে তদন্ত করা হয়েছে।
মৃতের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত দেহ উদ্ধারের পরই চন্দ্রকোণা থানা থেকে পুলিশ গিয়ে তাঁদের বাড়িতে মৃত্যুর খবর দেয়। তখনই তাঁরা বিষয়টি জানতে পারেন। এনিয়ে মৃতের ছেলে বলেন, হাসপাতালের কর্মীদের নজরদারির গফিলতিতেই এই ঘটনা ঘটেছে। •ভিডিও:https://youtu.be/o5utcx6w17E
প্রসঙ্গত শিবরামবাবু দু’সপ্তাহ আগে ওই হাসপাতালে করোনা সংক্রমণ নিয়ে ভর্তি হন। দিন দুইআগে তাঁর ছুটি হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু অক্সিজেন লেভেল কমে যাওয়ার জন্য তাকে ছুটি দেওয়া হয়নি। গত রাতেই শিবরামবাবুর সঙ্গে তাঁর বাড়ির লোকেদের ফোনে কথা হয়েছে। তারপরও কী তিনি এই কাজ করলেন তা নিয়েই প্রশ্ন উঠেছে।
এদিকে বেশ কিছুদিন ধরেই ঘাটাল হাসপাতালে করোনা ওয়ার্ডের গাফিলতির অভিযোগ করছেন রোগীর আত্মীয়রা, চিকিৎসাধীন এক করোনা রোগীর ঝুলন্ত দেহ দেখে সেই প্রশ্নের মুখে পড়েছেন ঘাটাল করোনা হাসপাতালে চিকিৎসারত কর্মীরা। ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে।।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal