রবীন্দ্র কর্মকার: সাপ ধরার বৈজ্ঞানিক প্রশিক্ষণ দেওয়া হল দাসপুরের সীতাপুরে। [•ভিডিও] শুধু সাপ ধরাই নয়, সেই সঙ্গে পুরুষ সাপ, স্ত্রী সাপ কিভাবে চেনা যাবে, কীভাবে সাপ সংরক্ষণ ও পরিচর্যা করতে হবে, সাপ নিয়ে নানান কুসংস্কার ইত্যাদি নিয়ে খোলসা করে আলোচনা করেন সর্প বিজ্ঞানী বিশাল সাঁতরা। ১ লা নভেম্বর এমনই একটি অভিনব অনুষ্ঠানের আয়োজন করে নবীন মানুয়া মিলন সংঘ। সর্প বিশারদ তথা গোমকপোতা হাইস্কুলের প্রধান শিক্ষক সুব্রত বুড়াইয়ের উদ্যোগে সর্প বিজ্ঞানী বিশাল সাঁতরা ও তাঁর সহযোগীদের নিয়ে এই অনুষ্ঠান তথা প্রশিক্ষণটি হয়। গণেশ দোলই, জগন্নাথ ঘোড়ই, নিখিল গুছাইত, বিনয় মাজি, গণেশ ভুইয়া, তাপস দোলই, অরুণ বেরা সহ স্থানীয় এলাকায় সাপ ধরেন ও সংরক্ষণ করেন এমন ১৫ জনকে সাপ ধরার উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। সাপ ধরার জন্যে আধুনিক সরঞ্জামগুলো র ব্যবহার দেখানো হয় শিবিরে। এছাড়াও অতিথিরা গ্রাম বাংলার সাপ, তাদের খাদ্যাভ্যাস, বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা, সাপ কামড়ালে কী করণীয়, এ ভি এস তৈরির পদ্ধতি, সাপের শরীর খারাপ হলে কী চিকিৎসা হয় ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই ধরনের ভিন্ন ঘরানার অনুষ্ঠান করতে পেরে খুবই খুশি সংঘের সদস্যরা। আগামী দিনেও তারা মানুষের উপকারে লাগবে এমন অনুষ্ঠান ও শিবির করবেন বলে উল্লেখ করেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।
৪ অক্টোবর ২০২০: ঘাটাল মহকুমার টুকরো খবর