অরুণাভ বেরা: করোনা পরিস্থিতিতে মানুষজনের সমাবেশ নিষিদ্ধ। এই নির্দেশকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ২১ জুন রবিবারের সূর্যগ্রহণ দেখানোর জন্য সরাসরি কোনও ব্যবস্থা করছে না। এর পরিবর্তে ভার্চুয়াল প্রচার করা হচ্ছে। বিজ্ঞান মঞ্চ ঘাটাল কেন্দ্রের সম্পাদক প্রশান্ত অধিকারী বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা ঘাটাল কেন্দ্র ফেসবুক পেজ এবং আমার ব্যক্তিগত ফেসবুক থেকে সূর্য গ্রহণ নিয়ে মানুষকে জানাচ্ছি ।
প্রশান্তবাবু বলেন, সকাল ১০ টা ৪৬ থেকে গ্রহণ চলবে ২টা ১৭ মিনিট পর্যন্ত । ১২টা ৩৫ নাগাদ সর্বোচ্চ গ্রহণ। যেহেতু সূর্যের বলয়গ্রহণ তাই ১২টা ১০ নাগাদ সূর্যের মাঝের অংশ ঢাকা পড়বে, তখন সূর্যের চারপাশে বলয় তথা রিং দেখা যাবে।
কিভাবে চলছে প্রচার? প্রশান্তবাবু বলেন, গ্রহণ কিভাবে দেখবেন আমরা প্রচার করছি। সোলার ফিল্টার বা ঝালাই কর্মীদের ১৪ নাম্বার ওয়েল্ডিং গ্লাস দিয়ে নিরাপদে গ্রহণ দেখা যাবে। টিউবলাইট এর দিকে সোলার ফিল্টার চোখে লাগিয়ে দেখলে যদি টিউব লাইট না দেখা যায়, তাহলে ওই ফিল্টার ব্যবহার করা যাবে। অথবা ১০০ ওয়াটের বাল্বের দিকে সোলার ফিল্টার চোখে লাগিয়ে দেখলে যদি কেবলমাত্র বাল্বের ফিলামেন্ট দেখা যায়, তাহলেও ওই সোলার ফিল্টার ব্যবহার করা যাবে ।
তিনি বলেন, গ্রহণের সময় আমরা স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার কথা বলছি। যদি সম্ভব হয় তাহলে গ্রহণ চলাকালীন সোশ্যাল ওয়েবসাইটের মাধ্যমে আমরা প্রচার করব।এখন বর্ষাকালের জন্য অবশ্য প্রশান্তবাবু এই বিষয়ে সংশয় প্রকাশ করে বলেন, যদি মেঘলা না হয় তবেই গ্রহণ দেখতে পাব।