ঘাটালে স্লুইস গেট লিক করে জল শহরে, তড়িঘড়ি করে বাঁধল প্রশাসন

তৃপ্তি পাল কর্মকার: আজ দুপুরে ঘাটালের ১৭ নম্বর ওয়ার্ডের স্লুইস গেট দিয়ে হঠাৎ করে শিলাবতী নদীর জল ঘাটাল শহরে জল ঢুকতে শুরু করে।  ফলে আতঙ্কের সৃষ্টি হয় শহর জুড়ে। [•এই খবর সম্পর্কিত ভিডিওটি দেখতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।]আজ ২৩ আগস্ট দুপুরে ঘটনাটি ঘটে।  বহু মানুষ দুপুরের খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে আতঙ্কে নদী বাঁধে ছুটে যান। শুধু সাধারণ মানুষ নন ঘাটালের মহকুমা শাসক অসীম পাল, ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ ঘটনাস্থলে যান। খবর শুনে সেচ দপ্তরের কর্মীরাও তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে যান। গেটের ফাঁকা অংশটি  বন্ধ করার ব্যবস্থা করা হয়। ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সুমিত দাস বলেন, কুশপাতার ১৭ ওয়ার্ডে শিলাবতী নদীর বাঁধে যে স্লুইস গেটটি ছিল তার নীচে কোনও কারণে একটু গ্যাপ ছিল। সেখান দিয়ে শিলাবতী নদীর জল একটু গতিতে বার হতে শুরু করলে এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।  আমরা সঙ্গে সঙ্গে সেটি সিল করে দিয়েছি। আর কোনও দুশ্চিন্তার কারণ নেই।গেটটি সিল করে দেওয়ার পর বর্তমানে বালি দিয়ে গেটের মুখটি বন্ধ করা হচ্ছে। প্রশাসন জানিয়েছে, এই মুহূর্তে দুশ্চিন্তার কোনও কারণ নেই। ঘাটালের বিধায়ক শঙ্কর দোলই ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!