মধ্যরাতে পুলিশের চেকিংএ খড়ারের বিজেপি প্রার্থীর থেকে নগদ ৭০ হাজার ৫০০ টাকা আটক করলো ঘাটাল পুলিশ

মনসারাম কর, স্থানীয় সংবাদ, ঘাটাল: পুরভোটের প্রাক মুহূর্তে খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্রর থেকে নগদ ৭০ হাজার ৮০০ টাকা [‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] আটক করল ঘাটাল থানার পুলিশ। নির্বাচনী বিধি ভঙ্গের জন্য আইনত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছে পুলিশ। আইন অনুযায়ী তাঁকে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয়। কিন্তু বিশেষ আইনে তাঁকে সেই মুহূর্তে জামিনও দিয়ে দেয় পুলিশ। কিন্তু আদালতে এই মামলা চলবে বলে পুলিশ জানিয়েছে।
সূত্রের খবর, ভোটের ঠিক প্রাক মুহূর্তে ২৫ ফেব্রুয়ারি রাত প্রায় ১১ টা নাগাত  নগদ টাকা নিয়ে পুলিশের চেকিংএ ধরা পড়েন খড়ার পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফাল্গুনী মিশ্র। ৮ নম্বর ওয়ার্ডেরই একটি রাস্তা বরাবর বাইক নিয়ে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে আটকান টহলদারি পুলিশ। তাঁর মোটর বাইকের ডিকি থেকে নগদ ৭০ হাজার ৫০০ টাকা বের হয়। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী যে সমস্ত এলাকায় ভোট হচ্ছে সেখানে একসাথে নগদ ৫০ হাজার টাকার বেশি বহন করতে গেলে কিসের জন্য বহন করা হচ্ছে তার যথাযত নথি থাকতে হবে কাছে, যথাযত নথি না দেখাতে পারলে পুলিশ সেই টাকা আটক করতে পারে। গত রাতে বিজেপি প্রার্থী সয়ং ওই টাকা কোন উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন, কোথা থেকে সেই টাকা আসছে তার সম্পূর্ণ তথ্য জানতে ওই পরিমাণ টাকা আটক করেছে পুলিশ। বিজেপি প্রার্থী ফাল্গুনী মিশ্র বলেন, তিনি খড়ার পরসভার নির্বাচনী কনভেনার, ভোটের কাজে দলীয়ভাবে পাওয়া সেই টাকা নির্বাচনী খরচ হিসেবে বহন করছিলেন তিনি। এটাতে অন্য কোনও উদ্দেশ্য নেই। এই নিয়ে তৃণমূলের ঘাটাল ব্লক সভাপতি দিলীপ মাজি জানান, পুর নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতেই মধ্যরাতে টাকার লেনদেন করছে বিজেপি।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।