তৃপ্তি পাল কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: জাতীয় ভোটার দিবস উপলক্ষে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার তিনজন ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার (ERO), তিনজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO) এবং প্রতিটি ব্লকের একজন করে ব্লক লেভেল অফিসার (BLO)-কে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
ঘাটাল বিধানসভা কেন্দ্রের ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার সুমন বিশ্বাস, দাসপুর বিধানসভা কেন্দ্রের ইআরও অতনু দাস এবং দাঁতন বিধানসভা কেন্দ্রের ইআরও বিরাজ কৃষ্ণ পাল আজ ‘বেস্ট ইআরও’ পুরস্কারে ভূষিত হন। ভোটার তালিকা প্রস্তুতিতে তাদের অবদান এবং নিরলস পরিশ্রমের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও তিনজন ব্লক ডেভেলপমেন্ট অফিসার (BDO)-কে ‘বেস্ট বিডিও’ পুরস্কারে সম্মানিত করা হয়। খড়গপুর ১ ব্লকের বিডিও সৌমেন দাস, শালবনি ব্লকের বিডিও রোমান মণ্ডল এবং ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাঢ়ী তাদের প্রশাসনিক দক্ষতা ও জনসেবার জন্য এই পুরস্কার লাভ করেন। নির্বাচন দপ্তর এই দিনটিকে সামনে রেখে অন্যান্য প্রতিযোগিতার সঙ্গে একটি বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করেছিল। বির্তক প্রতিযোগিতায় জেলা স্তরে প্রথম হয়েছে পলাশচাপড়ি হাইস্কুলের ছাত্রী শ্রেয়া মণ্ডল এবং দ্বিতীয় হয়েছিল রসিকগঞ্জ বিদ্যাসাগর হাইস্কুলের দশম শ্রেণির ছাত্রী মন কর্মকার। এদিন একই সঙ্গে তাদেরকেও জেলা শাসকের দপ্তর থেকে পুরস্কৃত করা হয়।
জাতীয় ভোটার দিবসের এই আয়োজনে প্রতিটি ব্লকের একজন করে ব্লক লেভেল অফিসার (BLO)-কেও পুরস্কৃত করা হয়। ভোটার তালিকা প্রস্তুতিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য এই সম্মাননা প্রদান করা হয়।এদিন জেলায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জেলা প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা শাসক কেম্পা হেনাইয়া তার বক্তব্যে বলেন, ’ভোটার তালিকা প্রস্তুতিতে এবং নির্বাচনী প্রক্রিয়ায় ইআরও, বিডিও এবং বিএলওদের ভূমিকা অপরিসীম। তাদের নিরলস পরিশ্রমের জন্য আমরা কৃতজ্ঞ। এই পুরস্কারের মাধ্যমে তাদের কাজকে স্বীকৃতি দেওয়া হয়েছে।’
জাতীয় ভোটার দিবসের এই আয়োজন শুধুমাত্র পুরস্কার বিতরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ভোটার সচেতনতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণকে উৎসাহিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। জেলা প্রশাসনের এই উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা করা যায়।
জাতীয় ভোটার দিবসে ঘাটালের দুই আধিকারিক পুরস্কৃত হলেন
New chat