সুতপা রাজপণ্ডিত: জলের তোড়ে ভেঙে গেল ঝুমি নদীর সাঁকো। আজ ২৬ অক্টোবর সকালে ঘাটাল শহরের ৮ নম্বর ওয়ার্ডের সিংহপুর রাজবংশী পাড়ার বাঁশের সাঁকোটি ভেঙে যায়। এর ফলে ঘাটাল শহরের সঙ্গে মনসুকা গ্রামপঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকার মানুষের যোগাযোগের সমস্যা হচ্ছে। প্রসঙ্গত, বিগত চার দিন ধরে অবিরাম বৃষ্টি হওয়ার ফলে শিলাবতী ও ঝুমি নদীর জল বাড়ছে। বাড়ছে নদীর স্রোতও। তবে আজ থেকে বৃষ্টি হওয়ার পরিমাণ কমে যাওয়ায় মহকুমাবাসী স্বস্তিতে রয়েছেন। এদিকে ঘাটাল মহকুমা বিপর্যয় মোকাবিলা আধিকারিক অমিতাভ চক্রবর্তী জানিয়েছেন, বর্তমানে যা পরিস্থিতি বিগত চার দিনের বৃষ্টিতে ঘাটালে বন্যা হওয়ার কোনও সম্ভাবনা নেই। ছবিগুলি পাঠিয়েছেন অর্জুন সামন্ত।