শ্রীকান্ত ভুঁইয়া👆 ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল:দাসপুর-২ ব্লকের শ্রীবরা, চরমানকুর, কাশীয়াড়া, কুল্টিকরী, চকদোগাছিয়া গ্রামের দুর্গত পরিবারদের আর্থিক সহযোগিতা করলেন দাসপুর-২ ব্লকের ভূমিপুত্র তথা বিশিষ্টি স্বর্ণশিল্পপতি শেখ সামসু আলাম। আজ ১৪ জুন তিনি ওই এলাকার ২২টি পরিবারের কোনও পরিবারকে পাঁচ হাজার আবার কোনও পরিবারকে ১০ হাজার টাকা করে তুলে দেন। আজ ওই টাকা প্রদান অনুষ্ঠানে আলামের সাথে উপস্থিত ছিলেন দুধকোমরা পঞ্চায়েত প্রধান কার্তিক পাত্র, ঘাটাল শহর যুব তৃণমূল সভাপতি সুদীপ মণ্ডল, সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। এনিয়ে সামসু আলাম বলেন…
সামসু আলমের কাছ থেকে এভাবে সহযোগিতা পেয়ে আপ্লুত দুর্গতারা। তাঁরা বলেন..
প্রসঙ্গত, গত ২৬ শে মে ইয়াসের তান্ডবে ও রূপনারায়ণ নদে পূর্ণিমার ভরা কোটাল থাকায় জোয়ারের জল ফুলে ফেঁপে বেড়ে গিয়ে দূর্বাচাটি খালের মধ্যে প্রবেশ করেছিল,জল এত পরিমাণে বেড়ে ওঠার ফলে ওই খালের ধারে থাকা দাসপুর-২ এর দুধকামরা পঞ্চায়েতের অন্তর্গত চকদোগেছিয়া গ্রামের প্রায় ৫০টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়,সাথে ঝড়ের ফলে পঞ্চায়েতের অন্তর্গত বেশ কয়েকটি বাড়িও ঘরের চাল উড়ে গিয়ে একবারে বসবাস করার জন্য আশঙ্কাজনক হয়ে ওঠে, ক্ষতিগ্রস্ত বাড়িঘ গুলি ভগ্নপ্রায় দেখে পরিদর্শনে এসেছিলেন দাসপুর বিধানসভার বিধায়ক মমতা ভুঁইয়া,অপর দিকে তার পরের দিন ২৭শে মে বৃহস্পতিবার দাসপুরের ভূমিপুত্র তথা শিল্পপতি এস এস আলম সেইসব ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকদের হাতে ত্রিপল ও কিছু শুকনো কিছু খাবার দিয়ে আসেন এবং তিনি ওই সময় জানিয়েছিলেন ক্ষতিগ্রস্ত বাড়ি মালিকদের সামান্য অর্থ দিয়ে সাহায্য করবেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সার্ভে করার পর।সেই প্রতিশ্রুতি মত আজ ওই টাকাগুলি তুলে দেন।