নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গ যুব সংসদ, প্রশ্নোত্তর ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতায় [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]মেদিনীপুর ডিভিশনে দ্বিতীয় হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে ক্ষীরপাই হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্রী সমাপ্তি ঘোষ। ১২ও১৩ ডিসেম্বর এই দু’দিন ধরে বাঁকুড়া শহরে মেদিনীপুর ডিভিশনের পাঁচটি জেলার(পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া) প্রতিযোগীদের নিয়ে প্রতিযোগিতাটি চলছিল। সেই প্রতিযোগিতায় তাৎক্ষণিক বক্তৃতায় কন্যাশ্রী প্রকল্পের উপর পাঁচ মিনিট বক্তব্য রেখে দ্বিতীয়স্থান দখল করে সে। ওই স্কুলের শিক্ষক চিন্ময় পাত্র জানিয়েছেন, সমাপ্তি পড়াশোনাতেও খুব ভালো। এর আগেও সমাপ্তি কয়েকটি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছিল।
সমাপ্তির এই সাফল্যে খুশি সারা ঘাটাল মহকুমার মানুষ। প্রসঙ্গত, যুব সংসদ প্রতিযোগিতায় দাসপুরের হাট সরবেড়িয়া হাইস্কুল প্রথম স্থান দখল করে রাজ্যে যাচ্ছে।