উচ্চমাধ্যমিক-২০২০: ঘাটাল মহকুমার কয়েকটি স্কুলের ফলাফল

ছবিটি ২০২০ সালের

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমায় ২০০’র আসেপাশে স্কুল রয়েছে। আমাদের পক্ষে স্কুলগুলির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। যেসমস্ত স্কুলগুলি আমাদের দপ্তরে তাদের স্কুলের ফলাফল পাঠিয়েছে সেগুলিই এখানে তুলে ধরা হল। আমরা ফরম্যাটটি এভাবে সাজিয়েছি— •পরবর্তী কালে এই লিঙ্কে ক্লিক করলেই আরও স্কুলের ফলাফল পাবেন। এখানেই আপডেট করা হবে।
স্কুলের নাম/মোট পরীক্ষার্থী/ সর্বোচ্চ নম্বর প্রাপকের নাম(তার প্রাপ্ত নম্বর)
•রাজনগর ইউনিয়ন হাইস্কুল/?/শীর্ষা সামন্ত(৪৯৩)⯈রাজ্যে সাম্ভাব্য সপ্তম
•চন্দ্রকোণা জিরাট হাইস্কুল/?/কমলেন্দু দিন্দা(৪৯১)⯈রাজ্যে সাম্ভাব্য নবম
•বরুণা সৎসঙ্গ হাইস্কুল/?/সুরজিৎ মাজি(৪৯০)
•পাঁচবেড়িয়া হাইস্কুল/?/সৌরভ দোলই(৪৮৯)
•জাড়া হাইস্কুল/?/অরিন্দম চট্টোপাধ্যায়(৪৮৯)
•মনসুকা এলএন হাইস্কুল/?/মহাশ্বেতা কর/৪৮৫)
•ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল/২৯২/অনির্বাণ রায়(৪৮২)
•হাট সরবেড়িয়া হাইস্কুল/১৬৯/১৬৯/স্নেহা ভুঁইঞা(৪৭৯)
•ব্রাহ্মণবসান হাইস্কুল/১১৭/ ঈপ্সিতা বেরা(৪৭৫)
•গৌরা-সোনামুই হাইস্কুল/১০৫/ লীনা মণ্ডল(৪৭৫)
•লছিপুর হাইস্কুল/৭০/শুভদীপা মাইতি(৪৭৫)
•খুকুড়দহ এনএন হাইস্কুল/২৬৭/অরিন্দম দোলই(৪৭৪)
•মহারাজপুর হাইস্কুল/৪২/দিশিকা সামন্ত(৪৭০)
•রত্নেশ্বরবাটি নেতাজি হাইস্কুল/৫৭/রিয়া কাপাল(৪৬১)

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!