তৃপ্তি পাল কর্মকার(১৫জুন ২০২০): করোনা উদ্ভূত পরিস্থিতির জন্য যাঁরা কোনও ভাবেই এখনও রেশন পাননি তাঁরা ২০ জুন ২০২০ তারিখের মধ্যে আবেদন করুন। ♦কারা এই রেশন পাবেন? (১) এলাকার স্থায়ী বাসিন্দা অথচ এই পরিস্থিতিতে কোনও ভাবে রেশন পাননি (এপিএল/বিপিএল সকলেই)। (২) অন্য জায়গার বাসিন্দা অথচ লকডাউনের জন্য আটকে রয়েছেন তাঁরা এই রেশন পাবেন(এপিএল/বিপিএল সকলেই)। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের এক ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল বলেন, পুরসভার বাসিন্দা হলে পুরসভায় এবং গ্রামপঞ্চায়েত হলে বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে। আবেদনের জন্য অফিস থেকে ফরম নিয়ে পূরণ করে ফরমের সঙ্গে দিতে হবে গৃহকর্তার একটি পরিচয় পত্র। আবেদনের শেষ তারিখ ২০ জুনের(২০২০)। তারপর এই আবেদন করা যাবে না। আবেদনের সত্যতা যাচাই হলে একটি টেমপোরারি কুপন দেওয়া হবে। সেই কুপন এলাকার রেশন দোকানে দেখালে চাল ও ডাল পাবেন।
ওই ডেপুটি ম্যাজিস্ট্রেট বলেন, মে এবং জুন মাসের জন্য আপাতত এই টেমপোরারি কুপন পাওয়া যাবে। প্রত্যেক মাসে পরিবারের সদস্য পিছু পাঁচ কেজি করে চাল এবং পরিবার পিছু এক কেজি করে ডাল পাবে। অর্থাৎ কোনও পরিবারে ৪ জন সদস্য থাকলে সেই পরিবার দুমাসে মোট ৪০কেজি চাল ও দু’কেজি ডাল পাবে। ২৪ জুনের মধ্যে ওই দু’মাসের রেশন তুলে নিতে হবে। তারপর পাওয়া যাবে না। •বিস্তারিত জানতে এলাকার বিডিও অফিস বা পুরসভায় যোগাযোগ করে নিতে হবে।