৫বছরের শ্যালিকাকে ধর্ষণে অভিযুক্ত জামাইবাবুর স্থান হল ‘শ্রীঘরে’

আকাশ দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: শ্বশুর বাড়ি বেড়াতে এসে পাড়াতুতো  নাবালিকা  শ্যালিকাকে ধর্ষণে অভিযুক্ত জামাইবাবুর জামিন মিলল না। আজ সঞ্জয় দোলই নামে গুণধর জামাইকে আদালতে তোলা হলে জামিন খারিজ হয়ে যায়। আদালত সূত্রে জানানো হয়েছে, সঞ্জয় ওরফে বিভাসকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিস ও আদালত সূত্রে জানা গিয়েছে, সঞ্জয়ের বাড়ি চন্দ্রকোণা থানার ভৈরবপুরে। গতকাল ৪ জুলাই সে ঘাটাল থানার সিংপুরে শ্বশুর বাড়ি এসেছিল। সেখানেই  পাড়াতুতো পাঁচ বছরের এক শ্যালিকাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। বিষয়টি সঙ্গে সঙ্গে জানা জানি হলে স্থানীয়রা পুলিস খবর দেয়। পুলিস সঞ্জয়কে গ্রেপ্তার করে নিয়ে যায়।  আজ তাকে ঘাটাল আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর হয়।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।