সৌমেন মিশ্র: রাজনগরে আবার পথ দুর্ঘটনা। রাস্তার ওপর রাশিরাশি ইমারতী দ্রব্য রাখার কারণেই ওই দুর্ঘটনা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ৩০ সেপ্টেম্বর রাত প্রায় ৮টা নাগাদ নাড়াজোল থেকে দাসপুরের দিকে আসা এক বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়েন। স্থানীয় দোকানদার বাপী ভৌমিক জানান, এই দুর্ঘটনার মূল কারণ হল রাস্তার উপর রাস্তার অর্ধেক অংশ ঘিরে রাখা ইমারতি সামগ্রী।
২৯ সেপ্টেম্বর রবিবার ঘাটাল মেদিনীপুর সড়কের দাসপুর থানার রাজনগরে রাস্তার উপরেই রাস্তা আটকে ইমারতি দ্রব্য,গাড়ি পার্কিং এবং গাছের গুঁড়ি ফেলে রাখায় এলাকাবাসীর প্রাণ সংশয়ের আশঙ্কা এবং পথ চলতি মানুষ থেকে নিত্যযাত্রীদের পথ নিরাপত্তার কথা মাথায় রেখে টিম স্থানীয় সংবাদ একটি বিশেষ রিপোর্ট সবার সম্মুখে তুলে ধরে। কিন্তু তারপরও ব্যবসায়ীদের কোনও হেলদোল নেই। তারফলেই ওই দুর্ঘটনা।দুর্ঘটনাগ্রস্থ বাইক আরোহীকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন স্থানীয়রাই। ওই বাইক আরোহীর নাম পাপাই হালদার, দাসপুরে থাকেন। তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। পাপাইবাবু জানান, দুর্ঘটনার সময় তিনি নাড়াজোলের দিক আসছিলেন আর বিপরীত দিক থেকে একটি লরি আসছিল। সেই লরিকে পাশ দিতে গিয়েই সামনে রাস্তার উপরেই রাখা চিপসে বাইক সহ ধাক্কা দেন। রাতের অন্ধকারে বাইকের আলোয় বুঝতেই পারেননি সামনে রাস্তা আটকে এভাবে ইমারতি সামগ্রী রাখা আছে। মাথায় হেলমেট ছিল। পাপাইবাবুর মুখে,পা ও হাতে চোট পেয়েছেন। বাইকেরও যথেষ্ট ক্ষতি হয়েছে বলে তিনি জানিয়েছেন।ঘটনার কিছু পরেই ঘটনাস্থলে দাসপুর পুলিশ এসে পৌঁছে একেএকে রাস্তা আটকে যেসব ইমারতী কারবারিরা তাদের ইমারতী সামগ্রী রেখেছেন তাঁদের আজ মঙ্গলবার সকালেই মধ্যে ওইসব সামগ্রী সরিয়ে নিতে নির্দেশ দেয়। অন্যথা প্রশাসনের পক্ষে ওই সব সামগ্রী বাজেয়াপ্ত করা হবে বলে দাসপুর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে এই ঘটনার জেরে মুখ খুলেছেন ওই এলাকার স্থানীয় দোকানদাররা। তারা পুলিশের কাছে মৌখিকভাবে জানান,রাস্তায় ইমারতী সামগ্রী রাখার সময়ই বাধা দিলে ইমারতি সামগ্রীর কারবারিরা তাদের কথা না শুনেই এ কাজ করে। অনেক সময় সরকারি কাজের ইমারতি সামগ্রী রাখা হচ্ছে, বলে জোর করে ইঁট বালি স্টোন চিপস রাখা হয়। অথচ সরকারি নির্দেশ অনুযায়ী সরকারি, বেসরকারি বা ব্যক্তিগত কাজেও রাস্তা আটকে যানবাহন চলাচলে বাধার সৃষ্টি করা যায় না।
Home এই মুহূর্তে ব্রেকিং রাস্তার ওপর ইমারতী দ্রব্য রাখার ফলে রাজনগরে আবার পথ দুর্ঘটনা, ব্যবসায়ীদের...