এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিরে খাদে

Published on: September 7, 2019 । 5:16 PM

সৌমেন মিশ্র: আজ ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ পুলিশের স্টিকার লাগানো একটি গা­ড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের গর্তে পড়ে যায়। গাড়িটি মেদিনীপুরের দিক থেকে আসছিল। গাড়িতে তিন জন পুলিশ ও একজন চালক ছিলেন। কেউ জখম হয়েছে কিনা জানা যায়নি।

ঘটনাটি দাসপুর নাড়াজোল রুটের ডিহিচেতুয়াতে ঘটেছে। গাড়িটি উদ্ধারের কাজ চলছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭