সৌমেন মিশ্র: আজ ৭ সেপ্টেম্বর বিকেল ৫টা নাগাদ পুলিশের স্টিকার লাগানো একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের গর্তে পড়ে যায়। গাড়িটি মেদিনীপুরের দিক থেকে আসছিল। গাড়িতে তিন জন পুলিশ ও একজন চালক ছিলেন। কেউ জখম হয়েছে কিনা জানা যায়নি।
ঘটনাটি দাসপুর নাড়াজোল রুটের ডিহিচেতুয়াতে ঘটেছে। গাড়িটি উদ্ধারের কাজ চলছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)











