গৌতম মণ্ডল(শিক্ষক): পান্না কৃষ্ণ মন্দিরে চুরি। মঙ্গলবার ৬ আগস্ট রাতে ঘাটাল থানার পান্নার সুদৃশ্য কৃষ্ণ মন্দিরের পাঁচটি তালা ভেঙে বেশ কয়েক হাজার টাকার সম্পদ নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। পান্নার মতো ঘনবসতি এলাকা থেকে চুরি হওয়ায় এলাকার মানুষরা শঙ্কিত। ওই রাতেই মন্দিরের গেটের তালা
ভাঙা দেখেই এলাকার বাসিন্দারা বুঝতে পারেন কিছু একটা ঘটেছে। তারপরই মন্দিরে গিয়ে দেখা যায় কৃষ্ণের রূপোর বাঁশি, মুকুট, গয়না, প্রণামী বাক্স সহ অন্যান্য জিনিসপত্র নেই। প্রসঙ্গত, কয়েক বছর আগে ওই গ্রামের বাসিন্দা স্বপন শাসমল ও সরোজ মাইতি নামে দুই স্বর্ণব্যবসায়ী ওই সুদৃশ্য মন্দিরটি নির্মাণ করার ব্যবস্থা করেছিলেন।
ওই গ্রামের বাসিন্দা অভিরাম ভৌমিক এবং সুকুমার মাইতি বলেন, কিছু দিন আগে আমাদেরই গ্রামে দুটি বাড়িতে চুরি হয়েছিল। চুরির পর ঘাটাল থানার সঙ্গে যোগাযোগ করে আমরা একটি গৃহরক্ষী বাহিনীর ব্যবস্থা করেছিলাম। বৃষ্টির জন্য কয়েক দিন ওই গৃহরক্ষীবাহিনীর কার্যকলাপ বন্ধ থাকার কারণেই ফের দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে।