সুকান্ত চক্রবর্তী: মিড-ডে-মিল খাওয়ার জায়গা করে দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। আজ
১৩ আগস্ট ক্ষীরপাই শহরের হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকরা ওই বিক্ষোভ দেখান। তাঁরা বলেন, স্কুলে মিড-ডে-মিল খাওয়ার জায়গা নেই। তাই খোলা আকাশের নিচেই পড়ুয়াদের মিড-ডে-মিল খেতে হয় এই স্কুলের ছাত্রছাত্রীদের। ফলে বৃষ্টি হলে খাবার সময় ভিজতে হয়। গ্রীষ্মের রোদে খেতে গিয়ে ঝলসে যেতে হয় পড়ুয়াদের। সেজন্যই আমরা এদিন অভিভাবকরা স্কুল ঘিরে বিক্ষোভ দেখাই। বিক্ষোভের মাত্রা এতটাই ছিল তা সামাল দিতে চন্দ্রকোণা-১ বিদ্যালয় পরিদর্শক কৌশিক ঘোষ ঘটনাস্থলে আসতে হয়। তিনি বলেন, আমরা খুব তাড়াতাড়ির মধ্যেই একটি শেড করে দেওয়ার চেষ্টা করছি। ওই স্কুলের প্রধান শিক্ষক বলেন, আসলে মিড-ডে-মিলের শেডের ব্যবস্থা এই পুরসভার করার কথা। কিন্তু পুরসভাকে বার বার বলা সত্ত্বেও কোনও সাড়া পাওয়া যায়নি।