কুমারেশ চানক: তৃণমূলের দলীয় পতাকার উপর পায়খানা করে ১৮ জুন বৃহস্পতিবার রাতের অন্ধকারে তা অভিষেক সাঁতরা নামে এক ব্যাক্তির বাড়িতে ফেলে দেওয়ার মত নজিরবিহীন ঘটনা ঘটল ঘাটাল থানা এলাকার মনসুকার খড়কপুর গ্রামে। জানা গেছে অভিষেকবাবু ঘাটাল ব্লকের মনসুকা-১ গ্রাম পঞ্চায়েতের একজন চুক্তিভিত্তিক কর্মী। পঞ্চায়েতের ১০০ দিনের কাজের বিভিন্ন বিষয় তিনি দেখভাল করেন। তিনি জানিয়েছেন, অফিসে ১০০ দিনের কাজ দেখভাল করতে গিয়েই ব্যক্তিগত আক্রোশে কেউ বা কারা রাতের অন্ধকারে এই ঘটনা ঘটিয়েছে। তিনি আরও জানিয়েছেন সম্প্রতি ১০০ দিনের কাজের নতুন জব কার্ড প্রদানের ক্ষেত্রে নিয়মের বেড়াজালে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন এলাকার অনেকের কাছেই, সে জন্যও এই ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি মৌখিকভাবে ঘাটাল থানায় জানিয়েছেন তিনি। পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়েছেন বলে জানা গেছে। তবে এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেছেন অনেকেই।