তৃপ্তি পাল কর্মকার:দীর্ঘক্ষণ প্রশাসনিক বৈঠকের পর ঘাটাল শহরের লকডাউনের এলাকা অনেকটাই কাট-ছাঁট করা হয়েছে। কারণ যে পরিস্থিতির জন্য লকডাউন করা হয় ঘাটাল শহরের কুশপাতায় বর্তমানে সেই পরিস্থিতি নেই বলে জানা গিয়েছে। তাই গতকাল তথা ৮জুলাই জেলা থেকে ‘পুরো কুশপাতা’ লকডাউন করার কথা বলা হলেও আজ সেই লকডাউনের এলাকা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এটা বললে মোটেই বাড়াবাড়ি হবে না, কুশপাতায় নিয়মরক্ষার জন্য লকডাউন করা হচ্ছে। এবার লকডাউনের জন্য যে এলাকাটি ধরা হয়েছে সেখানে কয়েকটি মাত্র বসতবাটি রয়েছে, বাকিটা স্টেডিয়াম, কলেজ, হাসপাতাল, প্রগতি বাজার এবং কিছু দোকান। সন্ধ্যায় জেলা থেকে ওই তালিকাটি এসেছে। ওই তালিকা অনুযায়ী কুশপাতায় লকডাউন হচ্ছে— কলেজ মোড় থেকে স্টেডিয়াম বাসস্টপ(১২হাত কালী) পর্যন্ত ঘাটাল-পাঁশকুড়া সড়কের দুদিকটা। পূর্ব দিকে হাসপাতালের পেছন পর্যন্ত। পশ্চিম দিকে কলেজ মোড় থেকে রাইমণি রোড় বরাবর মোবাইল কেয়ার হয়ে স্টেডিয়াম বাসস্টপ পর্যন্ত। এই লকডাউনের ফলে ঘাটাল শহরের বাসচলাচল বন্ধ থাকবে না। পশ্চিম মেদিনীপুর জেলার কোথায় কোন এলাকায় লকডাউন করা হচ্ছে এই লিঙ্ক থেকে দেখতে পাবেন: https://drive.google.com/file/d/13aATktMS1YjzgTWEbxjHw68czpf7Z484/view?usp=sharing