তৃপ্তি পাল কর্মকার: ৯ জুলাই থেকে আবার রাজ্যের কন্টেইনমেন্ট জোনে চলবে লকডাউন। দেশজুড়ে হু-হু করে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। আমাদের রাজ্যেও বেড়েই চলেছে সংক্রমণ। তাই এই সংক্রমণের গতি আটকাতে রাজ্যজুড়ে সংক্রমণের নিরিখে বিভিন্ন এলাকাকে কনটেন্টমেন্ট জোনে ভাগ করে কড়া লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বাদ যায়নি ঘাটাল মহকুমারও বিভিন্ন এলাকা। আমাদের ঘাটাল মহকুমার বেশ কয়েকটি জায়গায় কনটেন্টমেন্ট জোনে লকডাউন শুরু হবে। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল জানান, আগামী কাল ৯ জুলাই বিকেল ৫টা থেকে ১৮ টি জায়গায় লকডাউন শুরু হবে। সেই জায়গাগুলি হল: ঘাটাল পুরসভা: ঘাটাল শহরের পুরো কুশপাতা, ৬ নম্বর ওয়ার্ডের পুরো মণ্ডল পাড়া। দাসপুর-১ ব্লক: বাসুদেবপুরের চককৃষ্ণবাটির বসুদের বাড়ি, বাসুদেবপুরের চককৃষ্ণবাটির দেহরি পাড়া, দাসপুর-১ জিপির সুজানগরের মাইতি ও মিদ্যা পাড়া, দাসপুর-১ জিপির মামুদপুরের সবুজ দে’র বাড়ি, রাজনগর গ্রামপঞ্চায়েতের গোকুলনগরের মাইতি পাড়া, দাসপুর-১ জিপির শ্যামসুন্দরপুরের মাইতি পাড়ার ১৭টি পরিবার। দাসপুর-২ ব্লক: জোৎঘনশ্যামের সাতপোতার পুরো দাসপাড়া, দুধকোমরার কুল্টিকুরীর পুরো পাত্র পাড়া, খেপুত দক্ষিণবাড় গ্রামপঞ্চায়েতের দক্ষিণবাড়ের জানা পাড়ার পাঁচটি পরিবার, চাঁইপাট জিপির বাঁকীবাজারের জানা পাড়া এবং ধাড়া পাড়া, পলাশপাইয়ের সেনা পাড়ার চারটি পরিবার। ঘাটাল ব্লক: পুরো কিসমত দীর্ঘগ্রাম। এই তালিকা অনুযায়ী চন্দ্রকোণা-১ ও চন্দ্রকোণা-২ ব্লকে কোনও জায়গায় লকডাউন হচ্ছে না। তবে আগামী দিনে মহকুমার মধ্যে যে সমস্ত এলাকায় করোনা আক্রান্ত রোগী পাওয়া যাবে সেই এলাকায় নতুন করে লকডাউন করা হবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।