মন্দিরা মাজি👆স্থানীয় সংবাদ•ঘাটাল: পশ্চিমবঙ্গের বর্তমান লকডাউনের মেয়াদের বিধিনিষেধ ১ জুলাই পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বেশ কিছু ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছে। একগুচ্ছ ছাড়ের ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। প্রথমেই জেনে রাখুন ◑বাস চলবে না।
◑খুলছে সরকারি ও বেসরকারি অফিস
◑২৫ শতাংশ কর্মী নিয়ে খোলা যাবে অফিস
◑বেসরকারি অফিস সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে
◑ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়া থাকলে পার্কে মর্নিং ওয়াক করতে পারবেন
◑শপিং মল খুলছে। ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ। সর্বোচ্চ ৩০ শতাংশ ক্রেতা একসঙ্গে ঢুকতে পারবেন। সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে শপিং মল।
◑দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা হতে পারে
◑স্টাফ স্পেশাল ট্রেন চালু থাকবে
সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্য়ন্ত ব্যাঙ্ক খোলা থাকবে
◑দোকান-বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১১ টা পর্যন্ত খোলা থাকবে
◑সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অন্যান্য দোকান খোলা থাকতে পারে
◑দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত রেস্তোরাঁ, বার খোলা থাকবে
◑স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে অটোয় ছাড়
◑৫০ শতাংশ উপস্থিতি নিয়ে শুটিংয়ে ছাড়