মনসারাম কর(ঘাটাল):অফিসের চেয়ার টেবিল ছেড়ে প্রত্যন্ত গ্রামের পাড়ায় পাড়ায় ঘুরে শ্রমজীবী মানুষের
সাথে কথা বললেন ঘাটাল মহকুমা শ্রম দপ্তরের আধিকারিক ও কর্মীরা। অসংগঠিত শ্রমিকদের জন্য সরকারি সুযোগ-সুবিধার বিভিন্ন দিক তুলে ধরলেন সকলের কাছে। সাথে সাথে সামাজিক সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করালেন অনেকের। আজ ৪ সেপ্টেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার ডেপুটি লেবার কমিশনার বিতান দের নির্দেশে ঘাটালের অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হর্ষবর্ধন দাস তাঁর কর্মীদের নিয়ে দাসপুর ২ ব্লকের চাইপাট পাইরাশি সহ ঘাটাল ব্লকের একাধিক গ্রামে রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা যোজনার সুযোগ সুবিধার বিষয়ে প্রচার চালান। এই প্রচারে উৎসাহী মানুষের ভিড় দেখা যায় চোখে পড়ার মতো। সরকারি অফিসারদের পাড়ায় পাড়ায় গিয়ে প্রচারে হতবাক অনেকেই। সকলেই এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
প্রসঙ্গত শ্রমদপ্তরের মাধ্যমে অসংগঠিত শ্রমিক ও তার পরিবারের জন্য চিকিৎসার খরচ,প্রভিডেন্ট ফাণ্ড,, মৃত্যুর ক্ষেত্রে পরিবারকে এককালীন সুবিধা, ছেলেমেয়েদের পড়াশোনার খরচ ও দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ, শারীরিক অসমর্থতা ইত্যাদি ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। এই প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার হর্ষবর্ধন দাস বলেন, চলতি মাসেই ঘাটাল মহকুমার ১৭৭২ টি পরিবারকে বিভিন্ন ক্ষেত্রে মোট ১ কোটি ৬৯ লক্ষ ৭৭ হাজার ৪৩০ টাকা দেওয়া হয়েছে। প্রতি মাসেই এই ধরনের সুবিধা আমরা দিয়ে থাকি। কিন্তু যে সমস্ত অসংগঠিত শ্রমিক এখনও পর্যন্ত সামাজিক সুরক্ষা যোজনায় তাদের নাম নথিভুক্ত করেননি তাদের জন্যই আমরা মহকুমা জুড়ে পাড়ায় পাড়ায় প্রচার চালাচ্ছি যাতে করে অধিকাংশ মানুষই এই সুবিধা পায়। ন্যূনতম মজুরি পরিদর্শক সোমনাথ দত্ত বলেন, এখন অনলাইনে শ্রমিকদের নাম নথিভুক্তিকরনের ব্যবস্থা করা হয়েছে, অফিসে না এসেও একজন শ্রমিক সামাজিক সুরক্ষা যোজনার কার্ড হাতে পেতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশন ওয়েবসাইট হল www.ssy.wblabour.gov.in