ঘাটাল মহকুমা: কিষাণ সম্মান নিধির সুযোগ পেতে ফর্ম জমা দেওয়ার হিড়িক

তৃপ্তি পাল কর্মকার: কেন্দ্রীয় সরকারের কিষাণ সম্মান নিধি প্রকল্পের সুবিধে পাওয়ার জন্য লম্বা লাইন দিয়ে জমা করতে হচ্ছে নথিপত্র।   আজ ৮ ফেব্রুয়ারি সোমবার সকাল ১১টাতেই ঘাটাল মহকুমার প্রত্যেকটি ব্লক কৃষি দপ্তরের কার্যালয়ে এতো ভিড় এবং মিনিটে মিনিটে পাল্লা দিয়ে লম্বা হচ্ছে ভিড়ের লাইন। বর্তমানে কিষাণ সম্মান নিধি প্রকল্পে আগে থেকে যে সব কৃষক অনলাইনে নথিপত্র জমা করে রেখেছিলেন তাদের মধ্যে যারা মেসেজ পেয়েছেন তাঁরা ব্লক কৃষি দপ্তরে লম্বা লাইন দিয়ে নির্দিষ্ট ফরম পূরণ করে তার সঙ্গে জমির পড়চা, আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক এরং ভোটার কার্ডের প্রতিলিপি যুক্ত করে সেই নথি জমা করতে গিয়েছেন। •ভিডিও
প্রসঙ্গত কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় থাকা কৃষকদের কেন্দ্রীয় সরকারের তরফে বছরে মোট তিনবার দু হাজার টাকা করে তিন কিস্তিতে মোট ৬হাজার টাকা কৃষকের আকাউন্টে স্থানান্তর করা হয়। যে সব কৃষকের মেসেজ এসেছে সেখানে বলা হয়েছে মেসেজ পাবার চার দিনের মধ্যে ব্লক কৃষি অধিকর্তার দপ্তরে কাগজপত্র জমা করতে হবে। তাই বিগত চার দিন ধরে যারা মেসেজ পেয়েছেন তারাই আজ লম্বা লাইন দিয়ে কাগজপত্র জমা করতে এসেছেন। শনি ও রবিবার ছুটির দিন থাকার ফলে আজ ফর্ম জমা দেওয়ার লাইনটা তুলনামূলকভাবে বেশ বড়ই হয়েছে। লম্বা লাইন দেখে হতাশ অনেক কৃষকের বক্তব্য এই কাগজপত্র জমা নেওয়ার কাজটি যদি অনলাইনে করা হত তাহলে এই অকারণে ভিড় এড়ানো যেত। কৃষি দপ্তরের দাসপুর-২ ব্লক টেকনোলজি ম্যানেজার সৌগত সামন্ত বলেন, মাঝে দুদিন ছুটি থাকায় সোমবারের নথি জমা দেওয়ার লাইনটা একটু বেশিই ছিল। আমরা প্রত্যেকের কাছ থেকে নথি জমা নিচ্ছে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!