মার্কশিটের পাশাপাশি অভিভাবকদের হাতে তুলে দেওয়া হল চারাগাছ

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: খুকুড়দহ আই সি এম এম হাইস্কুলের পক্ষ থেকে মাধ্যমিকের মার্কশিট পাশাপাশি চারাগাছও দেওয়া হল অভিভাবকদের হাতে। আজ ২০ জুলাই সারা রাজ্য জুড়ে মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। আমাদের ঘাটাল মহকুমার বিভিন্ন মাধ্যমিক স্কুলগুলিতেও ছাত্রছাত্রীরা ভালো নম্বর নিয়ে পাস করেছে। মহাকুমার একটি অন্যতম স্কুল খুকুড়দহ আই এম এম হাইস্কুল। স্কুলের প্রধান শিক্ষক ভূপালপ্রসাদ চক্রবর্তী বলেন, আমাদের স্কুলে ৬৮০ নম্বর পেয়ে সাগ্নিক মান্না প্রথম স্থান অধিকার করেছে, ৬৭৪ নম্বর নিয়ে তানিম ভৌমিক দ্বিতীয় স্থানে রয়েছে এবং সায়ন ভৌমিক ৬৭০ নম্বর পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে। এছাড়াও অন্যান্য ছাত্রছাত্রীরাও যথেষ্ট ভালো নম্বর পেয়েছে। ফলাফল প্রকাশের পর স্কুলের পক্ষ থেকে মার্কশিট তুলে দেওয়া হয় অভিভাবকদের হাতে। কিন্তু খুকুড়দহ হাইস্কুল মার্কশিটের পাশাপাশি বিভিন্ন ধরনের চারাগাছও তুলে দিলেন তাঁদের হাতে। ওই স্কুলের এনএসএস বিভাগের প্রোগ্রাম অফিসার কৌশিক মন্ডল সমস্ত বিষয়ে পরিচালনা করেন বলে জানা গেছে। বনমহোৎসব উপলক্ষ্যেই মূলত স্কুলের পক্ষ থেকে এই চারাগাছ দেওয়া হয়েছে। এর পাশাপাশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও চারাগাছ রোপণ করেন স্কুল চত্বরে। স্কুলের এই ধরনের কাজে খুশি হয়েছেন অভিভাবকেরা।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/