দাসপুরের একাধিক গৃহস্থ বাড়ির মধ্য দিয়েই যাচ্ছে তেলের লাইন

দাসপুরের গৃহস্থের বাড়ির মধ্যদিয়েই পাতা হচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থার তেলের লাইন। দাসপুর শ্যামসুন্দরপুরে উৎসুক জনতার ভিড়।বিহারের বারাউনি থেকে হলদিয়া যাচ্ছে এক রাষ্ট্রায়ত্ত তৈল সংস্থার তেলের লাইন। সেই পথে পড়েছে ঘাটাল মহকুমার বেশকিছু অংশ।

দাসপুর এলাকা যথেষ্ট জনবহুল লাইন পাততে বেশ বেগ পেতে হচ্ছে ওই তৈল সংস্থাকে। সেই তেলের লাইনের মধ্যে পড়েছে দাসপুরের শ্যামসুন্দরপুরের কয়েকটি বসতবাড়ি।

বসত বাড়ি বাঁচাতে অত্যাধুনিক পদ্ধতিতে বাড়ির ক্ষতি না করে ফ্রান্সের বিশেষ মেশিনের মাধ্যমে লাইন পাতার কাজ শুরু হল আজ ১৩ই ফেব্রুয়ারি বৃহস্পতিবারের দুপুর থেকে। আর তা দেখতে দাসপুর শ্যামসুন্দরপুরে এলাকাবাসীর ঢল নামল।

তবে ওই সংস্থার পক্ষে জানানো হয়েছে এই কাজে এলাকার বাড়ি গুলি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হবেনা।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!