দাসপুরের সিপিএমের কর্মী ও নেতাদের চাপে পড়ে সিদ্দিকীর দলকে কি চন্দ্রকোণায় আসন দেওয়া হচ্ছে?

তৃপ্তি পাল কর্মকার, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: দাসপুরের সিপিএম কর্মী ও নেতাদের তীব্র চাপে দলের জেলা নেতৃত্ব পিছু হঠতে বাধ্য হল। এর ফলে দাসপুর থেকে সিপিএম তাদের প্রতীক নিয়েই প্রতিদ্বন্দ্বিতা করবে। দাসপুরের পরিবর্তে  আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে  (Indian Secular Front) চন্দ্রকোণায় ঠেলে দেওয়া হচ্ছে। সিপিএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অশোক সাঁতরা জোটের প্রার্থী পরিবর্তনের কথা পরোক্ষে স্বীকার করে নিয়ে বলেন, দাসপুরের প্রার্থী নিয়ে একটা কথা উঠেছিল। দলীয় স্তরে আলোচনা চলছে।  এবিষয়ে আজ ৪ মার্চ রাতেই চূড়ান্ত হয়ে যাবে।
দাসপুর বিধানসভা কেন্দ্রে সিপিএম তাদের দলীয় প্রতীকে প্রার্থী  না দিয়ে  আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকেই সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছিল। বিষয়টি জানাজানি হতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন দাসপুর বিধানসভা এলাকার সিপিএমের সর্বস্তরের কর্মী ও নেতারা। দাসপুরের সিপিএম কর্মী ও নেতাদের বক্তব্য, দাসপুর বিধানসভা কেন্দ্রে পাঁচ-ছয় শতাংশের আশেপাশে  সংখ্যালঘু ভোটার। দ্বিতীয়ত বিধানসভা নির্বাচনের প্রচারের জন্য এই বিধানসভা এলাকায় বহু দেওয়াল ‘কাস্তে হাতুড়ি তারা’র প্রতীক দিয়ে আগাম লেখা হয়ে গিয়েছে। তাই এই মুহূর্তে আব্বাস সিদ্দিকীর দলের হয়ে প্রচার করতে গেলে কর্মীদের মনোবল ভেঙে যাবে।তাই ২ মার্চ রাত থেকেই দলীয় কর্মী ও নেতাদের একাংশ সিদ্দিকীর প্রার্থী যাতে দাসপুরে না প্রতিদ্বন্দ্বিতা করেন তার জন্য নানা ভাবে দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে প্রতিবাদ করতে থাকেন। অনেক কর্মী ও নেতা এই নির্বাচনে বসে যাওয়ারও হুমকি দিয়ে জেলা নেতৃত্বকে চাপ দেন বলে জানা গিয়েছে।  তারই প্রেক্ষিতে জেলা কমিটি বিষয়টি নিয়ে রাজ্য কমিটির সঙ্গে আলোচনা করে প্রার্থী বদলের সিদ্ধান্ত নিচ্ছে বলে জানা গিয়েছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, সিপিএম দাসপুরের পরিবর্তে চন্দ্রকোণা বিধানসভার আসনটি  আব্বাস সিদ্দিকীর দলের প্রার্থীর জন্য ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা  চালাচ্ছে।
তবে চন্দ্রকোণা বিধানসভা এলাকাটি তফসিলি জাতিদের জন্য সংরক্ষিত এবং ওখানে আব্বাস সিদিক্কীর দলের কোনও সংগঠন নেই।  তাই চন্দ্রকোণায় সিদ্দিকীর দলের হয়ে কে দাঁড়াবেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। শেষ পর্যন্ত কী হবে তা এখনই পরিষ্কার নয়।
প্রসঙ্গত জোট আব্বাস সিদ্দিকীর দলকে এই জেলায় মোট দু’টি আসন ছেড়েছে। তারমধ্যে ঘাটাল মহকুমায় একটি।
👆 আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি লাইক করুন

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!