মন্দিরা মাজি,স্থানীয় সংবাদ, ঘাটাল: ব্যাঙ্কে প্রবেশ করলে একটি শব্দের প্রতিধ্বনি কানে আসে সেটা হল ‘লিঙ্ক নেই’। আর ব্যাঙ্কে লিঙ্ক না থাকা মানেই কোনও রকম গ্রাহক পরিষেবা পাওয়া সম্ভব নয়। দীর্ঘ দিন গ্রাহকরা কোনও পরিষেবা না পেয়ে দাসপুর-২ ব্লকের রানিচকে ইন্ডিয়ান ব্যাঙ্কের শাখায় গিয়ে বিক্ষোভ দেখালেন। আজ ২২ নভেম্বর প্রায় আড়াই হাজার গ্রাহক ওই ব্যাঙ্কের গেটের সামনে টানা বেশ কয়েক ঘণ্টা বিক্ষোভ দেখিয়েছেন। গ্রাহকদের মধ্যে নিরঞ্জন পাল, বিশ্বনাথ মণ্ডল অধিকারী প্রমুখ বলেন, দীর্ঘ কয়েক মাস হল ব্যাঙ্কে এই দশা চলছে। ফলে গ্রাহকরা সময় নষ্ট করে ব্যাঙ্কে এসে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে থেকে ফিরে চলে যেতে বাধ্য হচ্ছেন। ব্যাঙ্কে লেন-দেন করাতে না পেয়ে সমস্যায় পড়ছেন বহু মানুষ। কেউ চিকিৎসা করাতে পারছেন না, কেউ বা ছেলে মেয়েদের টিউশনের টাকা দিতে পারছেন না। গ্রাহকরা বলেন, বিষয়টি বার বার ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল হয়নি। তাই আজ আমরা জমায়েত হয়ে বিক্ষোভ করেছি। নিরঞ্জনবাবু বলেন, সেই সঙ্গে আমরা আজ ব্যাঙ্কের ম্যানেজারকে একটি স্মারকলিপিও দিই।
ব্যাঙ্কের ম্যানেজার সুমিত কুমার বলেন, আমরা পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু লিঙ্কের বিষয়টি আমাদের হাতে নেই। তাই লিঙ্ক না থাকলে আমাদের কিছু করার থাকে না।