নিজস্ব সংবাদদাতা: ২সেপ্টেম্বর ঘাটাল শহরের একটি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্রায় ১০ কেজি ওজনের টিউমার পেট থেকে অপারেশন করে বের করা হল। বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানটির নাম ‘জিএফসি হাসপাতাল’। ওই হাসপাতালের দক্ষ সার্জেন ওই জটিল অপারেশনটি নিখুঁতভাবে করে ওই বিশালাকার টিউমারটি বের করেন। ডাক্তারি পরিভাষায় যার নাম হিউজ ইউটেরাইন ফাইব্রয়েড (Huge Uterine Fibroid) এবং সাধারণ ভাবে জরায়ুর টিউমার বলা হয়। এর আগে ঘাটাল শহরের কোনও স্বাস্থ্য প্রতিষ্ঠান থেকে এত বড় টিউমার অপারেশন হয়নি বলে জানা গিয়েছে।
হাওড়া জেলার বছর চল্লিশের ডলি পাল নামে এক মহিলার বেশ কয়েকমাস ধরে পেটটা ফোলা ফোলা লাগছিল। অন্য কিছু সমস্যা না হওয়ায় প্রথমটাতে তিনি চর্বি বাড়ছে ভেবে আমল দেননি। কিন্তু পেটটা যখন ক্রমাগত বেড়ে যেতে থাকল এবং বাড়ির লোকেরা চিন্তিত হতে শুরু করেন। আগস্ট মাসের শেষের দিকে তাঁকে ডাক্তার দেখানোর জন্য জিএফসি হাসপাতালে আনা হয়। ওই প্রতিষ্ঠানের প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডলিদেবীর কেস হিস্ট্রি নেওয়ার পরই আল্ট্রাসোনোগ্রাম করেন। তখনই দেখা যায় তাঁর জরায়ুর মধ্যে রয়েছে মস্ত আকারের টিউমার! তারপরই চিকিৎসক তাঁকে এটি অপারেশন করার পরামর্শ দেন। ১ সেপ্টেম্বর অপারেশন করানোর জন্য ডলিদেবী জিএফসি হাসপাতালে ভর্তি হন। ২ সেপ্টেম্বর অপারেশন করে টিউমারটি বের করা হয়। অপারেশনের পর রোগী এখন সুস্থ। অপারেশন করার পর সুস্থ হতে তাঁকে ওই টিউমারের ছবিটি দেখানো হলে তিনিও অবাক হয়ে যান।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।