সোমেশ চক্রবর্তী: পরিচ্ছন্নতার নিরিখে রাজ্যের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান হিসেবে ‘সুশ্রী’ পুরস্কার পেয়েছিল ঘাটাল ব্লকের বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। রাজ্যে যুগ্মভাবে প্রথম হয়েছিল পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম ভিটে লাগোয়া আপগ্রেডেড ওই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি। মোট ৫০০র মধ্যে বীরসিংহের বিদ্যাসাগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পেয়েছিল ৪৭৫ নম্বর। গত জুন মাসে ওই রাজ্য স্বাস্থ্য দপ্তর ওই পুরস্কারটি ঘোষণা করেছিল। ওই পুরস্কার পাওয়ার কৃতিত্বের জন্য আজ ৩০ জুলাই বীরসিংহ স্বাস্থ্য কেন্দ্রের মেডিক্যাল অফিসার ডাঃ মনোজিত বিশ্বাসকে সম্মানিত করল ঘাটাল পঞ্চায়েত সমিতি। এদিন পঞ্চায়েত সমিতিতে এক অনুষ্ঠানে বীরসিংহ হাসপাতালের সমস্ত কর্মীদের আমন্ত্রণ করে মনোজিতবাবুর হাতে ওই বিশেষ সম্মান তুলে দেওয়া হয়। মনোজিৎবাবু বলেন, এই কৃতিত্ব আমার একার নয়। হাসপাতালের সর্বস্তরের কর্মীরা ধারাবাহিক প্রচেষ্টা না চালালে এই পুরস্কার আমাদের পক্ষে পাওয়া সম্ভব হত না। সেই সঙ্গে গ্রামপঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিরও সহযোগিতা ছিল।