মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: মনোহরপুর-২ গ্ৰাম পঞ্চায়েতের হরিসিংহপুর এলাকার বন্যার্ত মানুষদের প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দেওয়া হল ‘দুয়ারে ডাক্তার’ কর্মসূচির পক্ষ থেকে। মনোহরপুর-১ ও মনোহরপুর-২ গ্ৰাম পঞ্চায়েতের শিলাবতী নদী সংলগ্ন এলাকাগুলি জলমগ্ন হয়ে থাকায় সাধারণ মানুষ তাঁদের প্রয়োজনীয় ওষুধটুকুও পাননি। মানসী খাঁড়া, কাকলি চক্রবর্তী, প্রতিমা পাল বাগ, বেলা মণ্ডল বলেন, আজ ৫ আগস্ট হরিসিংহপুর গ্ৰামে শিশু থেকে বয়স্ক প্রত্যেকের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দিই আমরা। আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যাসাগর ব্লক প্রাথমিক হাসপাতালের বিএমওএইচ ডক্টর অভিষেক মিদ্যা,মনোহরপুর-২ গ্ৰাম পঞ্চায়েতের প্রধান জয়দেব দোলই,হেলথ স্টাফ ও অন্যান্য আশা কর্মীরা। সাধারণ মানুষেরা বাড়িতে বসে ওষুধ পেয়ে খুব খুশি হয়েছেন। পরবর্তীতে ওই পঞ্চায়েতের অন্য গ্ৰামগুলিতেও ওষুধ পৌঁছে দেওয়ার যাতে ব্যবস্থা করা যায় তার নিয়ে আলোচনা চলছে।