মনসারাম কর ও সঙ্গীতা ঘোড়ই : স্থানীয় সংবাদের পর্দায় উঠে এল ঘাটালের হরবোলা শিল্পী তাপস দালালের অসাধারণ এক প্রতিভার দিক। শিল্পচর্চার মাধ্যমে তিনি তাঁর কণ্ঠে শিশুর কান্না থেকে শুরু করে ট্রেন চলার শব্দ, আমফান ঝড়, ডলফিনের আওয়াজ, বিড়ালের ঝগড়া সহ প্রায় চল্লিশ ধরণের শব্দ  করতে পারেন। একাধারে তিনি যেমন হরবোলা শিল্পী অন্যদিকে গান, নাট্যচর্চা, আধুনিক নৃত্য ছাড়াও নানান বিষয়ের উপর তাঁর প্রতিভা রয়েছে। ৭৩ বছর বয়সেও নাচের মাধ্যমে ঘাটাল শিশুমেলার  মঞ্চ কাঁপাতে দেখা গেছে তাঁকে। স্থানীয় সংবাদের বিশেষ স্বাক্ষাৎকারের মাধ্যমে  শিল্পী তাপসবাবুর নানান হরবোলা শব্দ শুনতে নিচের লিঙ্কে ক্লিক করুন… ভিডিও
Home  এই মুহূর্তে  ব্রেকিং  শিশুর কান্না, ট্রেন চলার শব্দ, পাখির ডাক, বিড়ালের ঝগড়া, ডলফিনের আওয়াজ সহ...

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












