সন্তু বেরা: আজ ৩ মার্চ বেলা ৫টা থেকে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকায় শিলাবৃষ্টি হয়েছে। শিলার আকার বেশ বড় না হলেও ওই শিলাতে মহকুমার সব্জি চাষের ক্ষয়ক্ষতি হয়েছে। ঘাটাল মহকুমা সহকারী কৃষি অধিকর্তা (প্রশাসন) শ্যামাপদ সাঁতরা বলেন, কী পরিমাণ ক্ষতি হয়েছে এই মুহুর্তেই তা বলা সম্ভব নয়। এদিকে দাসপুর, বেলিয়াঘাটা, দুবরাজপুর, গোপালপুর সহ বিভিন্ন গ্রাম থেকে জানা গিয়েছে, ৫টা নাগাদ হঠাৎ মেঘ কালো হয়ে ঘনিয়ে আসে। তারপরই শুরু হয় শিলাবৃষ্টি। বেশ কিছুক্ষণ ধরে ওই শিলাবৃষ্টি চলে। এর ফলে অনেক এলাকাতেই বিদ্যুৎ নেই।