এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আইকন সহ বেশ কিছু ফিচার বদলে গেল গুগল ম্যাপসের

Published on: February 19, 2020 । 9:55 AM

দেবাশিস কর্মকার: কাগজের তৈরি মানচিত্র ঘেঁটে গন্তব্য খোঁজার দিন শেষ হয়েছে অনেক কাল হল। অপরিচিত জায়গায় পথ ভুলে ঘুরে বেড়ানোর ঝক্কিও আজ অতীত। আধুনিক তথ্যপ্রযুক্তি আজ কার্যত গোটা বিশ্বকেই এনে দিয়েছে হাতের মুঠোফোনের মধ্যে। আমেরিকার বহুজাতিক সংস্থা গুগল সম্পূর্ণ বিনামূল্যে যে পরিষেবাগুলো এনেছে  গুগল ম্যাপস হল তার মধ্যে অন্যতম একটি। নেভিগেশনের ক্ষেত্রে এই মুহূর্তে বিশ্বে এর চেয়ে জনপ্রিয় কোনও মাধ্যম আর নেই। এই ম্যাপের  সাহায্যে খুব সহজেই বিভিন্ন জায়গা মুহূর্তে খুঁজে ফেলা সম্ভব। যেকারণে এখন পৃথিবীর কোনও প্রান্তই  আর আমাদের কাছে অচেনা নয়! গত বৃহস্পতিবার তথা ৭ ফেব্রুয়ারি ছিল গুগল ম্যাপস-এর ১৫ তম জন্মদিন। প্রসঙ্গত,  ২০০৫ সালের ৮ ফেব্রুয়ারি গুগল ম্যাপস পথ চলা শুরু করে। তারপর থেকে বিভিন্ন সময় গুগল-র তরফ থেকে ম্যাপস―এ নিত্যনতুন ফিচার উপহার পেয়েছেন গ্রাহকরা। আজ গুগল ম্যাপস -এর ১৫ তম জন্মদিবসে অ্যাপটিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। পাশাপাশি  ওতে জুড়ে দেওয়া হয়েছে বেশ কিছু নতুন ফিচার্স।  অনুমান করা চলে, এই সবটাই নেটিজেনদের ম্যাপ ব্যাবহারে নয়া অভিজ্ঞতা দান করবে।  পাশাপাশি আরও অনেক বেশি সহযোগী হয়ে উঠবে অ্যাপটি। আসুন এবার একনজরে  দেখে নেওয়া যাক গুগল ম্যাপস -এর নতুন ফিচার্স এবং পরিবর্তনগুলো  কী কী―   প্রথমত গুগল ম্যাপস -এর  ইউজার ইন্টারফেস বদলে ফেলা হয়েছে। পাশাপাশি বদলানো হয়েছে অ্যাপের আইকন। এখন থেকে  আপডেটেড অ্যাপটিতে আর পুরানো আইকনটি দেখতে পাওয়া যাবে না। সেই জায়গায়  নতুন আইকনে পাঁচটি আলাদা-আলাদা রঙের পিনের ছবি দেখা যাবে। যাঁরা গুগল ম্যাপস ব্যবহার করেন তারা জানেন, বর্তমানে ম্যাপস -এ এক্সপ্লোর, কমমিউট ও ফর ইউ-এই  মোট  তিনটি ট্যাব রয়েছে। নতুন অ্যাপের এই ট্যাবগুলোতে আসছে পরিবর্তন। এছাড়া নতুনভাবে যুক্ত হচ্ছে  তিনটি ট্যাব তথা সেভড, কন্ট্রিবিউট ও আপডেটস। অর্থাৎ আপডেটেড ভার্সনটিতে সব মিলিয়ে ট্যাবের সংখ্যা দাঁড়াবে পাঁচটি।  এবার ম্যাপের অভিনব ফিচারগুলি নিয়ে কিছুটা আলোচনা করে নেওয়া যাক। নতুন সেভড ট্যাবটিতে গুগল ম্যাপস-এর ব্যবহারকারীদের ভিজিট করা জায়গাগুলো একটি নিদৃষ্ট জায়গায় সেভড থাকবে। যেখান থেকে তথ্য নিয়ে যেকোনও ইউজার নিজের মতো করে সেই জায়গায় যাত্রার জন্য  পরিকল্পনা সাজাতে পারবেন। কন্ট্রিবিউট ট্যাবটিতে ইউজাররা স্থানীয় এলাকা সংক্রান্ত বিভিন্ন তথ্য প্রদান করতে পারবেন যার মাধ্যমে অন্যান্য ইউজাররা ভবিষ্যতে উপকৃত হতে পারবেন।আপডেটস ট্যাবটিতে আকর্ষণীয় তথা আপনার পছন্দের জায়গাগুলো প্রতি মুহূর্তে আপডেট হবে। যার মাধ্যমে সংশ্লিষ্ট জায়গাগুলি সম্পর্কিত নিত্যনতুন বিষয়গুলি ইউজাররা জানতে পারবেন।এছাড়াও বর্তমান আবহাওয়ার তাপমাত্রা, যানজটের হালচাল সহ আরও বেশ কিছু অভিনব ফিচার্স নিয়ে এল আপডেটেড গুগল ম্যাপস। তাই বলা যায় গুগল ম্যাপস-এর ব্যবহারকারীরা শীঘ্রই নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad