ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল আজ ‘সেরা স্কুল’-এর পুরস্কার পেল

তৃপ্তি পাল কর্মকার: আজ ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল সেরার পুরস্কার পেল। শিক্ষক দিবস উপলক্ষে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে শিক্ষা দপ্তরের এক অনুষ্ঠানের মাধ্যমে ঘাটাল মহকমার অন্যতম নামী স্কুল হিসেবে ওই স্কুল কর্তৃপক্ষের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ওই স্কুলের স্কুলের টিআইসি সুব্রত মাইতি  ও সহকারী শিক্ষক তাপস মণ্ডল ওই পুরস্কারগুলি গ্রহণ করার জন্য কলকাতা গিয়েছিলেন। সুব্রতবাবু বলেন, আমাদের স্কুলকে  ‘সেরা বিদ্যালয় অ্যাওয়ার্ড ২০১৯’ দেওয়া হচ্ছে। আমরা অত্যন্ত খুশি ।

ঘাটাল মহকুমায় ওই বিদ্যালয়টির প্রাচীনত্ব এবং পঠন-পাঠন উভয় দিক দিয়েই সেরা।  স্কুল পরিচালন কমিটির সভাপতি অজিতরঞ্জন দে বলেন,  মাধ্যমিক পর্যন্ত বয়েজ এবং একাদশ-দ্বাদশ সহ-শিক্ষার ব্যবস্থা রয়েছে ওই স্কুলে। প্রায়ই ওই স্কুলের পড়ুয়াদের মধ্য থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান পায়।

ওই স্কুলের খাতা কলমে বয়স ১৩৭ বছর হলেও স্কুলের ইতিহাস থেকে জানা যায় ওই স্কুলটি আজ থেকে ১৬০ বছরেরও বেশি আগে জন্ম হয়েছিল। তবে ঘটনা পরম্পরা জানা থাকলেও স্কুলের ঠিক জন্ম কবে হয়েছিল তা জানা নেই।  স্কুল সূত্রে জানা যায়, ঘাটাল শহরের শিলাবতী নদীর পূর্ব দিকে শহরের নারকেল ডাঙায় ‘মধ্য বাংলা বিদ্যালয়’ নামে ওই স্কুলটির জন্ম হয়। ১৮৬৮ সালের বন্যায় স্কুলটি ধ্বংস হয়ে যায়। ১৮৬৮  সালে পূর্ব নামের অবলুপ্তি ঘটিয়ে বর্তমান স্কুলের জায়গাটিতে ‘মাইনর(মিডিল) ইংলিশ স্কুল’ হিসেবে আত্মপ্রকাশ করে। ওই সময় স্কুলটির জন্য সরকারি কোনও অর্থানুকুল্য না মেলায় ওই ১৮৬৮ সালের  ৬ জুন শহরের শিক্ষানুরাগীরা বিদ্যাসাগরকে অর্থ সাহায্যের জন্য চিঠি লিখেন। তিনি ৫০০টাকা দেন। সেই টাকা দিয়ে স্কুল ভবন নির্মাণ করা হয়। ১৮৬৯ সালে ওই স্কুলের নাম পরিবর্তিত হয়ে হয় ‘ঘাটাল মিডিল ইংলিশ স্কুল’। ওই স্কুলের নাম বেশ কয়েক বার পরিবর্তিত হয়ে ১৯৩৩ সালে ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল হয়। তবে স্কুলের প্রতিষ্ঠা দিবস ধরা হয় ১৮৮২ সালকে। স্কুলটি ২০০৯ সালে হেরিটেজ  এবং ২০১২ সালে মডেল স্কুলের স্বীকৃতি পায় ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল। ২০১৩ সালের ১৫ সেপ্টেম্বর ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এবং রাজ্যপাল এম কে নারায়ণ ওই স্কুল পরিদর্শনে এসেছিলেন। বর্তমানে ওই স্কুলে পড়ুয়ার সংখা ১৮০০ এবং শিক্ষক-শিক্ষিকার সংখ্যা ৫৪জন। ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুল জেলার সেরার বিদ্যালয় হিসেবে পুরস্কৃত হতে চলেছে।  ওই স্কুল সেরার পুরস্কার পাওয়ায় ঘাটাল শহরের পাশাপাশি মহকুমার মানুষও খুশি।

 

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!