রবীন্দ্র কর্মকার: ঘাটাল মাস্টার প্ল্যানে অবিলম্বে অর্থ মঞ্জুর করে পূর্ণাঙ্গ কাজ শুরু করার দাবিতে অবস্থান
বিক্ষোভ করল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি। আজ ২৮ নভেম্বর ঘাটাল কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ওই কর্মসূচিতে সংগঠনের সদস্যরা ছাড়াও বহু ভুক্তভোগী মানুষ অংশগ্রহণ করেন। অবস্থান বিক্ষোভের পর ঘাটালের মহকুমার শাসক অসীম পাল এবং সেচ দপ্তরের ঘাটাল মহকুমার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার উত্তম হাজরার কাছে স্মারকলিপি দেওয়া হয়। এদিনের কর্মসূচিতে নেতৃত্ব দেন কমিটির উপদেষ্টা দুলাল কর, সভাপতি বিকাশ হাজরা, যুগ্ম সম্পাদক নারায়ণচন্দ্র নায়ক, দেবাশিস মাইতি, মুক্তিকুমার সিদ্ধান্ত, অরুণ আদক, কানাইলাল পাখিরা,প্রশান্তকুমার মাজি,বিশ্বনাথ সামন্ত প্রমুখ। আধিকারিকগণ দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। নারায়ণবাবু বলেন, সাহেবঘাটে কংক্রিটের ব্রিজ নির্মানের দাবি সহ আগামী বর্ষার পূর্বে দুর্বাচটী নদী ও চন্দ্রেশ্বর-গোমরাই- পায়রাশি খাল সংস্কার,পলাসপাই নদীর উপরে ভেঙে যাওয়া কাঠের সেতু নূতন করে নির্মান সহ ৮ দফা দাবিও ছিল আজকের কর্মসূচিতে।
ওই কমিটি হুঁশিয়ারি দিয়ে বলেছে, আগামী বর্ষার পূর্বে সেচ দপ্তরের দেওয়া প্রতিশ্রুতি রূপায়ণ করা না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।