ঘাটালে গ্যাস বিস্ফোরণ: মৃত্যু হল হোটেল মালিকের

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ, ঘাটাল: তিন দিন আগে ঘাটালের কুশপাতায় হোটেলের রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে গুরুতর জখম হোটেল মালিক গৌতম মহাপাত্রের(৪৫) মৃত্যু হল। আজ ২২ অক্টোবর সন্ধ্যা ৬টা নাগাদ পিজি হাসপাতালে মৃত্যু হয় বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত ১৯ অক্টোবর ঘাটাল শহরের কুশপাতা বাসস্টপে একটি হোটেলে গ্যাস বিস্ফোরণ হয়। হোটেলের মালিক গৌতমবাবু সহ মোট তিন জন গুরুতর জখম হন। বিস্ফোরণের সময় ভেতরে   ছিলেন ওই হোটেলের মালিক   এবং দুই কর্মচারী চন্দ্রকোণার পশুপতি পাল ও হুগলির স্বপন মণ্ডল। তিনজনেরই জামা কাপড়, চুল সহ শরীরের বেশিরভাগ চামড়াই আগুনে পুড়ে যায়। বর্তমানে তিনজনেই কলকাতার পিজি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। হোটেল মালিকের শরীরের ৯৮ ভাগ পুড়ে গিয়েছিল বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। গৌতমবাবুর আজ সন্ধ্যায় মৃত্যু হল।
এদিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করতে গিয়ে জানা গিয়েছে গ্যাস সিলিন্ডার ফেটে ওই বিস্ফোরণ ঘটেনি। কারণ সব গ্যাস সিলিন্ডারগুলিই অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। নিমতলা ফায়ার ব্রিগেড সূত্রে ও স্থানীয় দোকানদার সূত্রে খোঁজ নিয়ে জানা গিয়েছে, হোটেলের বেসমেন্টে ওই রান্নাঘরে আগে থেকেই গ্যাস লিক করে পুরো ঘরটিতেই জমে ছিল। সেই সঙ্গে ওভেনে কিছু খাবার রান্নাও হচ্ছিল। গ্যাসের গন্ধ অনুভব করে ভেতরে থাকা একজস্টার ফ্যানের সুইচ অন করতেই ভেতরে পুরো রুমে আগুন ধরে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে যায়। ভেতরে ফ্রিজও ছিল। তাপে তার কম্প্রেসার ফেটে যায়। রান্নাঘরের ভেতরের সমস্ত জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে ছড়িয়ে পড়ে। দমকল এসে আগুন নেভায়। ওই ঘটনার পর কুশপাতা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!