তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল মহকুমা জুড়ে এডস রোগীর ছড়াছড়ি। বেশিরভাগ আক্রান্তরা ভিন রাজ্যে কর্মসূত্রে থাকেন। অনেই সেখানে অসংলগ্ন জীবনযাপন করার ফলে এডসে আক্রান্ত হয়ে পড়েন। সেই কারণেই ঘাটাল মহকুমা এডস প্রবণ এলাকা হিসেবে স্বাস্থ্য দপ্তরের মানচিত্রে স্থান করে নিয়েছে। ঘাটাল ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, ঘাটাল ব্লকের একাংশ বা দাসপুর থানা এলাকায় কোনও রক্তদান শিবির থেকে রক্ত সংগ্রহ করলে অনেক ক্ষেত্রে ২-৩ শতাংশ রক্তের প্যাকেটে এইচআইভি পজেটিভ পাওয়া যায়। অথচ এই রোগীদের দেখে বোঝার উপায় নেই। তাঁদের মধ্যে অনেকেই অবিবাহিত। তাই তাঁরা যখন বিয়ে করবেন তার পরবর্তী জীবনে স্বামী-স্ত্রী উভয়েই এডসে আক্রান্ত যে হবেনই তা নিয়ে কোনও সন্দেহ নেই। সেজন্য সম্প্রতি ঘটে যাওয়া হালিশহরের ঘটনা থেকে শিক্ষা নিতে পারেন ঘাটাল মহকুমার বিবাহ যোগ্য পাত্রী ও তার পরিবারের লোকজন। ১ মার্চ হালিশহরের পাত্রের সাথে বিয়ের কথা ছিল কল্যানীর পাত্রীর। যুবক এইচআইভি আক্রান্ত। বেশ কয়েক বছর আগে থেকেই এইচআইভি আক্রান্ত। তবে যেহেতু এইচআইভি আক্রান্ত দেখে বোঝা যায় না,তাই বিয়ের দিনক্ষণ পাকা হয়ে গিয়েছিল দুই পরিবারের মধ্যে। এদিকে বিয়ের কথা জানতে পারেন এইডস আক্রান্তদের সংগঠনের সদস্যরা। তারাই পুলিশকে বিষয়টি জানান। পুলিশের কাছে নিজের রোগের কথা স্বীকার করে পাত্র। অবশেষে বিয়ে ভেঙে যায়। ঘটনাটি থেকে শিক্ষা নিতে পারেন অভিভাবকরা। রক্ত পরীক্ষা ছাড়া একদম আর বিয়ে ঠিক করবেন না।
Home এই মুহূর্তে ব্রেকিং ঘাটাল মহকুমার পাত্র-পাত্রীর বাবা-মায়েরা সতর্ক হ’ন, হালিশহরের ঘটনা ঘটতে দেবেন না