দেবাশিস কর্মকার: ধর্মপ্রাণ মানুষদের জন্য সুখবর! ঘাটাল শহরের মুখ্য ডাকঘরে এখন পাওয়া যাচ্ছে গঙ্গার
জল। গঙ্গার জল মানে হাওড়ার গঙ্গানদীর জল নয়, খোদ গঙ্গোত্রী থেকে ধরা জল। ঘাটাল পোস্ট অফিসে গেলেই মাত্র ৩০ টাকায় এক বোতল জল পেয়ে যাবেন। ভারতীয় ডাক বিভাগ অভিনব এই উদ্যোগ গ্রহণ করেছে। ডাকঘরের এই উদ্যোগে খুশি ধর্মপ্রাণ মানুষ। কারণ, হিন্দুদের নানান ধর্মীয় আচার-অনুষ্ঠানে গঙ্গাজল অপরিহার্য। কিন্তু গঙ্গার জল সংগ্রহ করতে এখনও ছুটতে হয় গঙ্গার তীরবর্তী অঞ্চলে। অথচ সেই জল ঘোলাটে। অন্যান্য নদীর জলের মতো। ঘাটাল মুখ্য ডাকঘরের পোস্ট মাস্টার তাপস দাস বলেন, যে কোনও ব্যক্তি আমাদের ডাকঘরের প্রথম কাউন্টারে এসে ৩০ টাকা দিলেই গঙ্গাজলের ২০০ মিলিলিটারের একটি বোতল পেয়ে যাবেন।
অফিস সূত্রে জানা যাচ্ছে, কিছু দিন হল বোতল-ভর্তি ওই গঙ্গার জল বিক্রি শুরু হয়েছে। একজন একাধিক জলের প্যাকেট সংগ্রহ করতে পারবেন। আগে এলে আগে পাবেন ভিত্তিতে জলের বোতলগুলি বিক্রি করা হচ্ছে ঘাটালের ওই ডাকঘর থেকে।